Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

এনজিও সংস্থার কার্যালয়ে বিস্ফোরণ, দগ্ধ একজনের মৃত্যু

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক-নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বেসরকারি সংস্থার কার্যালয়ে বিস্ফোরণে দগ্ধ সাতজনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে নাসির উদ্দিন নামে ওই ব্যক্তির মৃত্যু হয়।মেডিকেল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক জানান, ২৫ বছর বয়সী নাসিরের শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। ওই ঘটনায় দগ্ধ বাকি ছয়জনের মধ্যে চারজনের অবস্থা গুরুতর বলে বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থশঙ্কর পাল জানান।

রোববার সন্ধ্যা সোয়া ৭টার দিকে ফতুল্লার পঞ্চবটি রূপসী হাউজিংয়ের চারতলা ভবনের নিচতলায় ‘সোসাইটি ফরসোশ্যাল সার্ভিস (এসএসএস)’ নামের একটি বেসরকারি সংস্থার নারায়ণগঞ্জ শাখার কার্যালয়ে বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণের পর ওই কার্যালয়ে আগুন ধরে গেলে সাতজন দগ্ধ হন। ভবনের অন্যান্য ফ্ল্যাটের বাসিন্দারা আতঙ্কিত হয়ে নেমে আসতে শুরু করলে তাড়াহুড়োয় আহত হন নারী-শিশুসহ অন্তত ৩০ জন।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, এসএসএস কার্যালয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে গ্যাস রাইজার বিস্ফোরিত হলে আগুন ছড়িয়ে পড়ে এবং সাতজন দগ্ধ হন।

বার্ন ইউনিটে চিকিৎসাধীন বাকিরা হলেন- ওই অফিসের সহকারী ব্যবস্থাপক আব্দুল হালিম, অফিস সহকারী মিজান, সোহেল, ওমর ফারুক, ইলেকট্রিক মিস্ত্রি আসলাম ও আরমান।

Exit mobile version