Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

এফবিসিসিআইয়ের পক্ষ থেকে তাহিরপুরে ত্রাণ বিতরণ

সুনামগঞ্জ
বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ীক সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর পক্ষ থেকে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বন্যাকবলিত মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন সুনামগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক খন্দকার মনজুর আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পেওরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক নুরুল ইসলাম বজলু, তাহিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার লিটন, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক নুর মোহাম্মদ স্বজন, তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের এর অর্থ সম্পাদক জাহের আলী, তাহিরপুর উপজেলা ছাত্রলীগ নেতা রাহাত হায়দার সহ আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন। শুক্রবার দিনব্যাপী উপজেলার দুই শতাধিক বন্যার্ত অসহায় মানুষকে ত্রাণ সহায়তা দেয়া হয়।
খন্দকার মনজুর আহমদ বলেন, তাহিরপুর একটি অবহেলিত অঞ্চল। এই বন্যায় তাহিরপুরের অনেক মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা বন্যাটা খুব কষ্টের সাথে মোকাবেলা করেছি। মানীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেছেন বাংলার মানুষ অনাহারে থাকবে না। হাওড়াঞ্চলের মানুষের প্রতি তিনি অত্যন্ত আন্তরিক। তারই ধারাবাহিকতায় আমরা যার যার অবস্থান থেকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করেছি। আজ এফবিসিসিআই এর পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে । এফবিসিসিআই এর পক্ষ থেকে আমাদের এ ত্রাণ দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি বঙ্গবন্ধুর দৌহিত্র ও এফবিসিসিআই এর সভাপতি শেখ ফজলে ফাহিম, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান খায়রুল হুদা চপল ও এফবিসিসিআই এর পরিচালক সজীব রঞ্জন দাসের প্রতি

Exit mobile version