Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

এবার কান ধরে উঠসব করাল শ্রমিকরা

জগন্নাথপুর২৪ ডেস্ক::

আট দফা দাবিতে সারা দেশে দ্বিতীয় দিনের মতো পরিবহন ধর্মঘট চলছে। পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিনে সিএনজি অটোরিকশা, প্রাইভেটকার, মাইক্রোবাসসহ বিভিন্ন চালকদের গাড়ি থেকে নামিয়ে কান ধরে উঠবস করাচ্ছে পরিবহন শ্রমিকরা।

আজ সোমবার সকালে রাজধানীর যাত্রাবাড়ী ও শনিরআখড়ায় বিভিন্ন ধরনের ব্যক্তিগত যানবাহনের চালকদের কান ধরে উঠবস করাতে দেখা গেছে।

গতকাল ধর্মঘটের প্রথম দিনে রাজধানীর বিভিন্ন সড়কে নৈরাজ্য কায়েম করেছে পরিবহন শ্রমিকরা। পরিত্যক্ত পোড়া মবিল আর আলকাতরার টিন হাতে নিয়ে তারা ত্রাস সৃষ্টি করেছে সড়কে সড়কে। ধর্মঘটের মধ্যে সড়কে গাড়ি বের করলেই চালকদের মুখে মবিল-আলকাতরা মেখে দিয়েছেন পরিবহন শ্রমিকরা। দেশের যেকোনো আন্দোলনে এরকম ঘটনা এবারই প্রথম।

উল্লেখ্য, গত শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সমাবেশে সংসদে পাস হওয়া সড়ক পরিবহন আইন বাতিলে শ্রমিকদের ৮ দফা দাবি মেনে নিতে ২৮ ও ২৯ অক্টোবর দুই দিনব্যাপী সারাদেশে পরিবহন ধর্মঘটের ডাক দেয় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। আজ এর শেষ দিন।

Exit mobile version