Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

এবার ডেঙ্গু জ্বরে সিলেটের নারী চিকিৎসকের মৃত্যু

 

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. তানিয়া সুলতানা মারা গেছেন।

ডেঙ্গু শক সিন্ড্রোমে উইথ মাল্টি অর্গান ফেইল্যরে আক্তান্ত হয়ে চার দিন থেকে চিকিৎসারত ছিলেন তানিয়া সুলতানা।

বৃহস্পতিবার রাতে রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেলের আইসিউতে তিনি মৃত্যু বরন করেন।

ধানমণ্ডির আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের তথ্য বিভাগের কর্মকর্তা মো. রাজিব সাহা জানান, চিকিৎসক তানিয়া ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বুধবার প্রথমে ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।

ওইদিনই তাকে স্থানান্তর করা হয় আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে সেখানে চিকিৎসাধীন থেকে মারা যান তিনি।
ডা. তানিয়া সুলতানা সিলেট ওসমানী মেডিকেল কলেজের ৪৭ ব্যাচের সাবেক শিক্ষার্থী ছিলেন। ডা. তানিয়া সুলতানার তিন বছরের এক শিশু সন্তান রয়েছে।

Exit mobile version