Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

এবার রান্নাঘরে ১২৫ গোখরা সাপ

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: এবার রাজশাহীর তানোরে একটি বাড়ির রান্নাঘরে ১২৫টি গোখরা সাপের সন্ধান পাওয়া গেছে। অবশ্য আত্মরক্ষার জন্য বাড়ির লোকজন সাপগুলো পিটিয়ে মেরে ফেলেছে।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত একটা পর্যন্ত রান্নাঘরের ইঁদুরের গর্ত থেকে একে একে সাপগুলো বেরিয়ে আসে। সঙ্গে সঙ্গে তাদের পিটিয়ে মেরে ফেলা হয়। গত মঙ্গলবার রাতে রাজশাহী নগরের একটি বাসার শোবার ঘরে ২৭টি গোখরা সাপ পাওয়া যায়।

ওই বাড়ির মালিকের নাম আক্কাস আলী। বাড়িটি তানোর পৌর এলাকার ভদ্রখণ্ড মহল্লায়। রান্নাঘরটি খড়ের বেড়া দিয়ে ঘেরা। মেঝে মাটির।

আক্কাস আলী জানান, প্রতিদিনের মতো রাতের খাবার তৈরি করতে গতকাল সন্ধ্যায় তাঁর স্ত্রী হাসনা বিবি রান্নাঘরে যান। সেখানে তিনি একটি গোখরা সাপ দেখে চিৎকার করে ওঠেন। স্ত্রীর চিৎকার শুনে আক্কাস আলী রান্নাঘরে ছুটে যান। পরে তাঁর দুই ছেলে হাসিবুর রহমান ও আজিবুর রহমানও ঘটনাস্থলে যান।

বাবা ও ছেলেরা মিলে সাপটি পিটিয়ে মেরে ফেলেন। এরপর একে একে রান্নাঘরের কোনায় থাকা ইঁদুরের গর্ত থেকে সাপ বেরিয়ে আসতে থাকে। আর তাঁরা মারতে থাকেন। এ খবর মহল্লায় ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন গিয়ে তাঁদের সঙ্গে যোগ দেন। সন্ধ্যা থেকে রাত একটা পর্যন্ত তাঁরা সবমিলে ১২৫টি সাপ মারেন।

আক্কাস আলী আরও জানান, সাপগুলো মারার পর গর্ত খুঁড়ে আরও ১৩টি সাপের ডিম পাওয়া যায়। ডিমগুলোও ভেঙে ফেলা হয়। সাপগুলো লম্বায় প্রায় এক থেকে দেড় ফুট হবে। কিছু অবশ্য ছোটও রয়েছে।

আক্কাস আলী আরও জানান, সাপ–আতঙ্কে রাতে আর তাঁরা বাসায় ঘুমাতে পারেননি।

Exit mobile version