Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

এমপি কেয়া চৌধুরীর উপর যুবলীগ নেতাকর্মীদের হামলা, এলাকায় চরম উত্তেজনা

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: সংরক্ষিত (হবিগঞ্জ-সিলেট) আসনের মহিলা এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর অনুষ্ঠানে হামলার অভিযোগ উঠেছে যুবলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। শুক্রবার সন্ধ্যায় হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বেদে পল্লিতে এ ঘটনা ঘটেছে। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় জেলার বাহুবল উপজেলার মিরপুর বেদে পল্লিতে সরকারি সহযোগিতা প্রদানের লক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় প্রশাসন। এতে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ আগে বাহুবল উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. তারা মিয়া ও জেলা পরিষদের সদস্য যুবলীগ নেতা আলাউর রহমান শাহেদের নেতৃত্বে একদল লোক অনুষ্ঠানস্থলে হামলা চালায়। এ সময় সংসদ সদস্য কেয়া চৌধুরীকে লাঞ্ছিত করেন যুবলীগ নেতাকর্মীরা। এ খবর ছড়িয়ে পড়লে এমপি কেয়া চৌধুরীর অনুসারীরাও ঘটনাস্থলে ছুটে আসেন। ফলে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাহুবল উপজেলা যুবলীগের সভাপতি অলিউর রহমান বলেন, ‘এমপি কেয়া চৌধুরীর অনুষ্ঠানে হঠাৎ করে যুবলীগ সেক্রেটারি তারা মিয়া ও যুবলীগ নেতা শাহেদ হামলা চালিয়েছে। এতে করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।’

এ ব্যাপারে হবিগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার রাসেলুর রহমান রাসেল জানান, উপজেলার মিরপুরের বেদে পল্লিতে সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে একটি অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর সঙ্গে উপজেলা যুবলীগের সেক্রেটারি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তারা মিয়ার লোকজনের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

যুবলীগ সেক্রেটারি ও ভাইস চেয়ারম্যান তারা মিয়া জানান, অনুষ্ঠান চলাকালে একটি ছেলে মোবাইলে ছবি ধারণ করছিল। এ সময় সংসদ সদস্যের লোকজন তার মোবাইল ফোনটি নিয়ে নেন। তখন উভয় পক্ষ উত্তেজিত হয়ে গেলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক না।’

এ ব্যাপারে সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেন, ‘ বাহুবল উপজেলার মিরপুরে সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আমার একটি অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান চলাকালে ভাইস চেয়ারম্যান তারা মিয়ার লোকজন অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।’

Exit mobile version