Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

এম এ মান্নান আরেক সফলতা শতভাগ বিদ্যুতায়িত উপজেলা জগন্নাথপুর

স্টাফ রিপোর্টার ঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা শতভাগ বিদ্যুতের আওতায় এসেছে। গতকাল বুধবার সুনামগঞ্জ পল্লী বিদ্যুতের পরিচালক অকিল চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করে জানান,জগন্নাথপুর উপজেলায় শতভাগ বিদ্যুতের কাজ মঙ্গলবার শেষ হয়েছে এখন আনুষ্ঠানিক ঘোষণার জন্য আমরা প্রধানমন্ত্রীর দপ্তরকে অবহিত করেছি।
সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি সূত্র জানায়, সুনামগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ আবদুল মান্নান এর প্রতিশ্রুতি মোতাবেক গত জুন মাসে সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা শতভাগ বিদ্যুতের আওতায় আসে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলাকে শতভাগ বিদ্যুতায়িত উপজেলা হিসেবে ঘোষণা দেন। ২৫ ডিসেম্বর জগন্নাথপুর উপজেলা শতভাগ বিদ্যুতের কাজ শেষ হয়েছে। এখন প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক ঘোষণা করবেন।
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ আবদুল মান্নান বলেন,আওয়ামী লীগ প্রতিশ্রুতি দিলে তা রক্ষা করে তাঁর উজ্জ্বল দৃষ্টান্ত আমার নির্বাচনী এলাকার দুটি উপজেলা শতভাগ বিদুৎ নিশ্চিত। তিনি বলেন,পর্যায়ক্রমে জেলার সব উপজেলা বিদ্যুতের আওতায় আসবে।

Exit mobile version