Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

এম এ মান্নান প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জগন্নাথপুর উপজেলায় ১ম স্থান অধিকার করেছে তাহিয়া আঞ্জুম রাইদা

স্টাফ রিপোর্টার-
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি এর নামে অনুষ্ঠিত এম এ মান্নান প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০১৯
এর প্রকাশিত ফলাফলে জগন্নাথপুর উপজেলা ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার মধ্যে প্রথম গ্রেডে বৃত্তি প্রাপ্ত মোট বিশ জন শিক্ষার্থীদের মধ্যে সর্ব্বোচ্চ নম্বর পেয়ে দুই উপজেলার মধ্যে প্রথম স্থান লাভ করেছে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের আব্দুল কাদির সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিইসি ফলপ্রার্থী শিক্ষার্থী তাহিয়া আঞ্জুম রাইদা(রোল নম্বর ৫৫৩)।
সে শাহজালালমহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এম এ মতিন ও আব্দুল কাদির সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিকা মান্না বেগমের প্রথম সন্তান।
তাহিয়া আঞ্জুম রাইদার কৃতিত্বে মুঠোফোনে তাকে অভিনন্দন জানান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক,শাহজালাল মহাবিদ্যালয়ের গভার্ণিংবডির সভাপতি সিরাজুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিজন কুমার দে দেব, জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ‌সম্পাদক অমিত দেব, বার্তা সম্পাদক আলী আহমদ। রাইদা সকলের কাছে দোয়া প্রার্থী।

Exit mobile version