Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

এলএলবি ফাইনাল পরীক্ষার মেধা তালিকায় সিলেটের প্রতিভাবান সাংবাদিক মঈন উদ্দিন মনজু

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক :: জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ফাইনাল পরীক্ষায় সিলেট বিভাগের কলেজগুলোর মধ্যে মেধাতালিকায় সেরা ১০-এ জায়গা পেয়েছেন যুক্তরাজ্যভিত্তিক চ্যানেল এস এর সিলেট অফিস প্রধান ও সিলেট সিটি কর্পোরেশনের পাবলিক রিলেশন অফিসার মো. মঈন উদ্দিন মনজু।
টপ টেন-এ যুগ্মভাবে নবম স্থান অধিকারী সাংবাদিক মঈন উদ্দিন মন্জু ঐতিহ্যবাহী সিলেট ল কলেজের মেধা তালিকায় চতুর্থ হন। ১৯ এপ্রিল এই ফলাফল প্রকাশিত হয়। প্রিলিমিনারীতেও তিনি কলেজের মেধাতালিকায় ৬ষ্ঠ হন।এবার সিলেট ল’ কলেজ থেকে ৩০৮ জন পরীক্ষার্থী অংশগ্রহন করেন। এর মধ্যে পাশ করেছেন ২৭০ জন। প্রথম বিভাগ কেউ পাননি। দ্বিতীয় বিভাগ পেয়েছেন ৪৭ জন। তৃতীয় বিভাগ পেয়েছেন ২২৩ জন। অনুপস্থিত ছিলেন ৫ জন। অনুত্তীর্ণ হয়েছেন ৩৩ জন।
সিলেট ল’ কলেজ মেধা তালিকায় সর্বমোট ৩৫৬ নম্বর পেয়ে যুগ্মভাবে প্রথম হয়েছেন এ কে এম জাকির হোসেন এবং শারমীন আরা চৌধুরী।
৩৪১ নম্বর পেয়ে নাবিলা তাবাসসুম হয়েছেন দ্বিতীয়। ৩৩৭ নম্বর পেয়ে যুগ্মভাবে তৃতীয় হয়েছেন সঞ্জয় সাহা সনেট ও নাজমা আখতার।
৩৩৬ নম্বর পেয়ে চতুর্থ হন সাংবাদিক মঈন উদ্দিন মন্জু। অন্যদিকে মেট্রোপলিটন ল’ কলেজের অর্জুন কুমার দাস ৩৬১ নম্বর পেয়ে সিলেট বিভাগে প্রথম স্থান অর্জন করেন।
উল্লেখ্য, সাংবাদিক মঈন উদ্দিন মন্জু ২০০০ সালে দৈনিক শ্যামল সিলেট এর মাধ্যমে সাংবাদিকতা পেশায় যোগ দেন। ২০০২ সালে তিনি যোগ দেন সিলেটের জনপ্রিয় দৈনিক সিলেটের ডাক-এ। তিনি আরটিভি’র সিলেট প্রতিনিধি হিসাবেও দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০০৯ সালে তিনি যুক্তরাজ্যভিত্তিক চ্যানেল এস এর সিলেট অফিস প্রধান হিসাবে যোগ দেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি সিলেট সিটি কর্পোরেশনের পাবলিক রিলেশন অফিসার (পিআরও) এর দায়িত্ব পালন করছেন। প্রতিভাবান সৎ নিভিক সাংবাদিক মঈন উদ্দিন মন্জুর স্ত্রী সৈয়দা মাকসুদা বেগম পূবালী ব্যাংকের শাহী ঈদগাহ শাখার ম্যানেজার। তাদের একমাত্র পুত্র মুয়াম্মার তাজওয়ার ঈশান।

Exit mobile version