Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

এসএসসি ও দাখিলে এবার জগন্নাথপুরে ফলাফল সন্তোষজনক, জিপিএ-৫ ৩৪টি

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে এবার এসএসসি পরীক্ষায় ২৫টি জিপিএ ৫ এসেছে। এছাড়া মাদ্রাসা পর্য়ায়ে জিপিএ ৫ এসেছে ৯টি।
আজ রোববার (৩১ মে) সারাদেশের ন্যায় জগন্নাথপুর উপজেলায় প্রকাশিত এসএসসি ও দাখিল
পরীক্ষায় ফলাফলে এসব তথ্য জানা গেছে।

জগন্নাথপুরের ইউএনও এবং উপজেলা মাধ্যমিক কার্যালয় সুত্র জানায়, এবছর জগন্নাথপুরের ৩০টি মাধ্যমিক স্কুল থেকে দুই হাজার ৩শত ৫৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে কৃতকার্য হয়েছে দুই হাজার ১ জন শিক্ষার্থী। পাশের হার ৯৪.৯৩। জিপিএ-৫ এসেছে ২৫টি। যা গত তিন বছরের তুলনায় বেশি।

অপর দিকে ১৮টি মাদ্রাসা প্রতিষ্ঠান থেকে ৬শত ২৪ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নিয়ে উর্ত্তীণ হয়েছে ৫শত দুইজন। পাশের হার ৮০,৪৫। জিপিএ ৫ পেয়েছে ৯জন শিক্ষার্থী।

জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মোখলেছুর রহমান জানান, এবারের এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফলে ভালো হয়েছে। গত দুই, তিন বছরের চেয়ে এবছর জিপিএ ৫ বেশি পাওয়া গেছে। ফলাফলে আমরা খুশি।

Exit mobile version