Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

এসএসসি পরীক্ষায় জিপিএ -৫ পাওয়া তাহমিম আহমদ লাকী ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চায়

স্টাফ রিপোর্টার –
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় জিপিএ -৫ পেয়েছে
তাহমিম আহমদ লাকী। সে উপজেলার কলকলিয়া ইউনিয়নের
মজিদপুর গ্রামের বাসিন্দা। লাকি কলকলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জগন্নাথপুর দলিল লেখক সমিতির সভাপতি ঠিকাদার মোঃ বশির আহমদ ও মজিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য জোস্না বেগম দম্পতির বড় মেয়ে।
তাহমিম আহমদ লাকী জানায়, জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দুই জন শিক্ষার্থী জিপিএ -৫ পায়। তন্মেধ্যে বিজ্ঞান বিভাগ থেকে সে জিপিএ-৫ পেয়েছে। লাকি ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চায়। এজন্য সকলের দোয়া প্রার্থী।
তাহমিম আহমদ লাকীর বাবা বশির আহমেদ বলেন, তিন ভাইয়ের মধ্যে লাকী সবার বড়। সে জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এস এস সি পরীক্ষায় অংশগ্রহন করে জিপিএ-৫ পাওয়ায় আমরা আনন্দিত ও গর্বিত। তিনি বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

Exit mobile version