Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

এ মাসেই হচ্ছে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের নতুন কমিটি পদ পেতে দৌঁড়ঝাপ শুরু

সুনামগঞ্জ সংবাদদাতা- সম্মেলন ছাড়াই সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের নতুন কমিটি হচ্ছে। দলের জেলা সভাপতি আলহাজ্ব মতিঊর রহমানকে কেন্দ্রীয় সাধারন সম্পাদক সৈয়দ আশরাফ হোসেন এ কথা জানিয়ে দিয়েছেন। প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের কেন্দ্রীয় সভাপতি শেখ হাসিনা এ মাসের কোন এক সময় সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে আলোচনায় বসছেন। জেলা আওয়ামীলীগের নতুন কমিটি ঘটন নিয়ে সেই সভায় আলোচনা হবার কথা। দলের কেন্দ্রীয় সাধারন সম্পাদক সৈয়দ আশরাফ হোসেনের সাথে বুধবার জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মতিঊর রহমান সাক্ষাত করলে তিনি এ কথা বলেন। দলের সভাপতি শেখ হাসিনা সে সময় জেলা কমিটির সাথে আলোচনার ভিত্তিতে জেলা কমিটির নতুন সভাপতি ও সম্পাদক নির্ধারণ করে দেবেন। নতুন দায়িত্ব প্রাপ্ত সভাপতি ও সম্পাদক মিলে পরে জেলা সম্মেলন করবেন। এদিকে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন, জেলার একমাত্র মন্ত্রী এম এ মান্নান, জেলার ভারপ্রাপ্ত সভাপতি মতিউর রহমান, জেলার সহ-সভাপতি আপ্তাব উদ্দিন, সাধারণ সম্পাদক পদে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুট, পৌর মেয়র আইয়ুব বখত জগলুল, পিপি খায়রুল কবির রুমেন, জেলা ছাত্রলীগ সাবেক সভাপতি তনুজ কান্তি দে এর নাম শোনা যাচ্ছে। এছাড়াও নতুন কমিটিতে নতুন নেতৃত্ব আসতে পারে বলেও গুঞ্জন রয়েছে। কমিটির সাংগঠনিক সম্পাদক পদে জেলা আওয়ামীলীগ নেতা রেজাউল করিম শামীম,জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তাসহ অনেকের নাম শোনা যাচ্ছে। কমিটির গুরুত্বপূর্নুপদে স্থান পেতে শুরু হয়েছে লবিং। নেতাকমীরা দৌড়ঝাপ শুরু করেছেন।

Exit mobile version