Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ওভারব্রিজের ধাক্কায় ট্রেনের ছাদে থাকা ৪ যাত্রী নিহত

জগন্নাথপুর২৪ ডেস্ক ::নওগাঁর রাণীনগর রেলওয়ে স্টেশনের ওভারব্রিজের সঙ্গে ধাক্কা লেগে ট্রেনের ছাদে থাকা ৪ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৫জন যাত্রী। মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে। আহতরা নওগাঁ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আকবর আলী জানান, মঙ্গলবার রাতে ঢাকা থেকে দিনাজপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেস ট্রেন রাত অনুমান ৩টা ২৫মিনিটে রাণীনগর রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় ট্রেনের ছাদে থাকা ৪জন যাত্রী ওভারব্রীজের সঙ্গে ধাক্কা লেগে পড়ে গেলে ঘটনাস্থলেই তাদের মৃত হয়। নিহতরা হলেন দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার বড়হাসিমপুর গ্রামের আবুল হোসেনের ছেলে জাহাঙ্গির আলম (২২), একই জেলার পার্বতীপুর উপজেলার চৈতাপাড়া গ্রামের মুনির হোসেন (২২), নওগাঁর সাপাহার উপজেলার মালিপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে আমিনুল ইসলাম বুলবুল (২৯) ও পঞ্চগড় জেলার বোদা উপজেলার একটি বেসরকারী প্রতিষ্ঠানের কর্মী আপেল মাহমুদ (২৬)।
তারা সবাই ঢাকা থেকে নিজ নিজ বাড়িতে ফিরছিলেন। নিহত আপেল মাহমুদের পুরো ঠিকানা এখনো পাওয়া যায় নাই।
সান্তাহার রেলওয়ে থানার ওসি আরো জানান, মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। নিয়ম অনুসারে মৃতদেহগুলো তাদের পরিবারের হাতে হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, রাণীনগর রেলওয়ে স্টেশনের ওভারব্রিজটি নিচু হওয়ার কারণে মাঝে মধ্যেই এই রকমের দুর্ঘটনা ঘটেই চলেছে।

Exit mobile version