Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ওমানে ঘূর্ণিঝড়ে নিখোঁজ জগন্নাথপুরের তিন ব্যক্তির মিলেছে সন্ধান

স্টাফ রিপোর্টার:: ওমানের সালালায় বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ের পর থেকে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সহোদরসহ তিন জন নিখোঁজের তিন পর তাদের সন্ধান পাওয়া গেছে।গত ২৬ মে মধ্যপ্রাচ্যের ওমানের সালালা শহরেরর উপর দিয়ে বয়ে যায় ঘূর্ণিঝড়। এ ঝড়ের পর থেকে বাংলাদেশের সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের আব্দুর রজাক মিয়ার ছেলে শামীম আহমদ (৩০), তার ছোট ভাই হেলাল মিয়া (২৪) ও তাদের বোনের জামাই একই গ্রামের আব্দুল মনাফের ছেলে ছুরুক মিয়া (৪০) নিখোঁজ হন। নিখোঁজের পর থেকেই তাদের পরিবারের লোকজনের মধ্যে উদ্বেগ উৎকন্ঠা দেখা দেয়। অবশেষে গতকাল রাতে অক্ষত অবস্থায় ওয়ামনের সালালা এলাকায় তাদের সন্ধান মিলেছে।
নিখোঁজ হওয়ায় ব্যক্তির চাচাত ভাই বাংলাদেশে অবস্থানরত মাসুম আহমদ আজ বুধবার জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ওমানে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ের পর থেকেই তাদের সন্ধান পাওয়া যাচ্ছিনা। অনেক সন্ধানের পর গতকাল রাতে নিখোঁজ স্বজনদের সন্ধান পাওয়া গেছে। তারা সর্ম্পূন সুস্থ অবস্থায় রয়েছে বলে তিনি জানিয়েছেন।

Exit mobile version