Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ওয়ারিদ উল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া শ্রেণি কক্ষের উদ্ধোধন ও প্রবাসী সংবর্ধনা

স্টাফ রিপোর্টার –
জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের ওয়ারিদ উল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া শ্রেণি কক্ষের উদ্বোধন যুক্তরাজ্য প্রবাসী হাজী জসিম উদ্দিন ও মোহাম্মদ মিয়া কে সংবর্ধনা প্রদান উপলক্ষে গতকাল এক অভিভাবক ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আনছার মিয়ার সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক আয়েশা বেগম এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি আব্দুল মালেক, সহকারী শিক্ষা কর্মকর্তা রাপ্রু চাই মারমা, জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম সম্পাদক প্রথম আলো প্রতিনিধি অমিত দেব, সংবর্ধিত অতিথি জসিম উদ্দিন, শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাপ্পি রানী দে,

 

 

অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য আওয়ামীলীগ নেতা সাজ্জাদুর রহমান সাজ্জাদ , নাদামপুর জামে মসজিদের মোতাওয়ালী নজর আলী, বিদ্যালয়ের সহকারী শিক্ষক দ্বিপক কুমার পাল, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মতিয়া বেগম,পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নুসরাত জাহান ইভা, শাহপরান মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক জামাল উদ্দিন, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি নাছির উদ্দিন, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি মোহাম্মদ জাক্কার মিয়া, সদস্য গোলাপ নেছা,পিটিএ কমিটির সদস্য সেলিম মিয়া তালুকদার, ফিরোজা বেগম প্রমুখ

 

প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব বলেন, বর্তমান সরকার প্রযুক্তি শিক্ষা কে গুরুত্ব দিয়ে মাল্টিমিডিয়া পাঠদানে শিক্ষার্থীদের উৎসাহ দিয়ে যাচ্ছে। আমরা উপজেলা পরিষদের অর্থায়নে মাল্টিমিডিয়া পাঠদান সহ পিছিয়ে পড়া বিদ্যালয়গুলোকে অগ্রাধিকার দিয়ে নানা উন্নয়ন মূলক প্রকল্প গ্রহণ করেছি। শিক্ষা কে সবোচ্চ অগ্রাধিকার দিয়ে আমরা উপজেলা পরিষদ থেকেও কাজ করছি। তিনি শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিকতার সহিত কাজ করার আহ্বান জানান।

 

 

সভায় বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সংবর্ধিত অতিথিদের সন্মাননা স্মারক ক্রেষ্ট তুলে দেওয়া হয়। পরে প্রধান অতিথি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অতিথিদের নিয়ে  উপজেলা পরিষদের অর্থায়নে বাস্তবায়িত মাল্টিমিডিয়া শ্রেণি কক্ষের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন।অনুষ্ঠানে জগন্নাথপুর উপজেলা শিল্পকলা একাডেমির শিশু শিল্পী পূর্বা দে এর মনোমুগ্ধকর নৃত্য ও গান উপস্থিত সকলকে মুগ্ধ করে।

Exit mobile version