Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক::“ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ” মুসলমানদের অন্যতম ধর্মীয় ও আনন্দের উৎসব ঈদ-উল-ফিতর নিয়ে বাঙ্গালী কবি কাজী নজরুল ইসলাম রচিত কালজয়ী গান।

বাঙ্গালী মুসলমানের ঈদ উৎসবের আবশ্যকীয় অংশ। কবির শিষ্য শিল্পী আব্বাস উদ্দিন আহমদ-এর অনুরোধে ১৯৩১ সালে কবি নজরুল এই গান রচনা ও সুরারোপ করেন।

হ্যাঁ, দীর্ঘ ত্রিশ দিন রোজা পালন শেষে খুশির বারতা নিয়ে আমাদের দুয়ারে হাজির হয়েছে ঈদ। ঈদ-উল-ফিতর উৎসবের, আনন্দের। তবে, এবারের ঈদ উল ফিতর এসেছে এমন এক মুহূর্তে, যখন গভীর শোকে মুহ্যমান পুরো বাংলাদেশ।

শুক্রবার রাতে রাজধানীর গুলশানের আর্টিজান রেস্তোরাঁয় বর্বর সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তিদের পরিবারগুলোর সামনে ঈদুল ফিতর এসেছে বেদনার রূপ
নিয়ে। পুরো জাতিই তাদের বেদনায় সমব্যথী। এমন শোকের মাঝেই বৃহস্পতিবার সারাদেশে উদযাপিত হবে ঈদুল ফিতর।

তবুও সারা দেশে চলছে উৎসবের আমেজ। সরকারি ঘোষণার পাশাপাশি টিভি-বেতারে বাজতে শুরু করেছে ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এল খুশির ঈদ…।’ পাড়া-মহল্লার মসজিদ থেকে ভেসে আসছে ‘ঈদ মোবারক’ ধ্বনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক, মোবাইল ফোনে চলছে ম্যাসেজ আদান প্রদান- “ঈদ মোবারক।”

Exit mobile version