Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

কঙ্কাল চুরি করে মেডিকেলে নেয়ার পথে যুবক আটক

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে বিক্রির জন্য বাসে করে ময়মনসিংহ মেডিকেল কলেজে নেয়ার পথে এক যুবককে আটক করেছে পুলিশ।

এ সময় দুটি কঙ্কাল উদ্ধার করা গেলেও বাসে থাকা কঙ্কাল চোর দলের পাঁচ সদস্য পালিয়ে যায়।

পুলিশের হাতে ধরা পড়া যুবকের নাম মো. এরশাদ (২৬)। তিনি শেরপুরের নকলা উপজেলার বাসিন্দা।

বুধবার রাত আড়াইটার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকা থেকে কঙ্কালসহ এরশাদকে আটক করা হয় বলে জানান টঙ্গী থানার এসআই মো. মোশারফ হোসেন।

তিনি বলেন, এরশাদ টাঙ্গাইলের সখীপুর এলাকার দুটি কবর থেকে কঙ্কাল চুরি করে বাসে সাভার ও আশুলিয়া হয়ে ময়মনসিংহ যাচ্ছিল।

রাত আড়াইটার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকায় পুলিশ চেকপোস্টে পৌঁছালে বাসটিতে তল্লাশি চালায় পুলিশ।

এ সময় পলিথিনে মোড়ানো মানুষের দুটি খুলি ও হাড়গোড় দেখতে পেয়ে কঙ্কালসহ বাসটি জব্দ করা হয়।

এ সময় এরশাদকে আটক করে পুলিশ। তবে বাস থেকে কৌশলে আরও পাঁচজন পালিয়ে যায় বলে জানান এসআই।

তিনি আরও বলেন, বাসটি (ঢাকা মেট্টো-জ-০৪-০২৭৭) কোন রুটে চলাচল করত তা লেখা ছিল না। তবে বাসটিতে শুধু কলি নাম লেখা আছে।

এসআই মোশারফ জানান, আটক এরশাদ পুলিশের কাছে স্বীকার করেছে, কঙ্কালগুলো ময়মনসিংহ মেডিকেল কলেজে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল। প্রতিটি কঙ্কাল ৮-১০ হাজার টাকায় বিক্রি করার কথা ছিল বলে জানান তিনি।

Exit mobile version