Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

কবরস্থানে গোসল করানোর সময় ‘মৃত,শিশুর কান্না!

জগন্নাথপুর২৪ ডেস্ক::ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভূমিষ্ঠ হওয়ার পর নবজাতকটিকে মৃত ঘোষণা করেছিলেন চিকিৎসকরা।

এর পর মৃত সন্তানকে দাফন করার জন্য আজিমপুর কবরস্থানে নিয়ে যান বাবা। সেখানে গোসল করানোর সময় কান্না করে ওঠে নবজাতকটি।

সঙ্গে সঙ্গেই তাকে নিয়ে কাছের আজিমপুর মেটারনিটিতে ছুটে যান বাবাসহ অন্য স্বজনরা।

সেখান থেকে নবজাতকটিকে আগারগাঁওয়ের শিশু হাসপাতালে পাঠানো হয়।

সোমবার সকালে এসব ঘটনা ঘটেছে বলে জানান নবজাতকটির বাবা মিনহাজ।

মৃত সন্তান বেঁচে যাওয়ায় খুশি তিনি। সন্তানের নাম রেখেছেন মীম।

আজিমপুর কবরস্থানের মোহরার হাফিজুল ইসলাম জানান, মৃত হিসেবে আনা নবজাতকটিকে দাফন করার আগে গোসল করাতে পাঠানো হয়। গোসলখানায় নবজাতকের গায়ে পানি ঢালতেই নবজাতকটি নড়েচড়ে ওঠে। এর পর আবার পানি ঢালতেই কান্না করে ওঠে।

এর পর শিশুটিকে প্রথমে আজিমপুর মেটারনিটিতে নেয়া হয়। পরে সেখান থেকে আগারগাঁওয়ের শিশু হাসপাতালে নেয়া হয় বলে জানান কবরস্থানের মোহরার।

Exit mobile version