Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

কবিতা:সবুজাভ রূপসী বৈশাখ- অধ্যক্ষ মো. আব্দুল মতিন

হাসে বৈশাখ গগনজুড়ে হাসে
হাওরে এনেছে ধান ;
কৃষকের চোখে ফসলের রঙ মেখে
শষ্য করেছে দান।
পাখির কাকলিতে ভরেছেে মাঠ
গাছে গাছে সুখের বাসর;
এতো রূপের বাহাদুরি তোমার
মাঠ হবে কেন পাথর ?
রিক্ত হয়েছিল গতবার যারা
এবার হয়েছে সিক্ত;
তুমি কৃপন নয়,সবুজাভ রূপসী
করোনি কেন ব্যক্ত?
এত খুশির জোয়ার এনেছো বৈশাখ
ঋণী তোমার কাছে;
কেবলই চাওয়া হাসো বৈশাখ
দুঃখ এনোনা সাথে।

Exit mobile version