Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

কবি শামসুর রাহমান ছিলেন বাঙ্গালী শিল্প সাহিত্য ও সংস্কৃতির উজ্জ্বল নক্ষত্র- মুক্তাদীর আহমদ

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা বলেছেন, কবি শামসুর রাহমান ছিলেন বাঙ্গালী শিল্প সাহিত্য ও সংস্কৃতির উজ্জ্বল নক্ষত্র। তিনি তাঁর লেখনির মধ্য দিয়ে অসাম্প্রদায়িক চেতনাকে জাগ্রত করে গণজাগরণ সৃষ্টি করে ইতিহাসে অনবদ্য হয়ে আছেন। স্বাধীনতার চেতনা মূল্যবোধে জাতিকে এগিয়ে নিতে হলে কবি শামসুর রাহমানকে চর্চ্চা করতে হবে। কবি শামসুর রাহমানের নবম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সোমবার সন্ধ্যায় জগন্নাথপুর উদীচী শিল্পী গোষ্টীর উদ্যোগে উপজেলা গণগ্রস্থাগার মিলনায়তনে সংগঠনের সভাপতি মানস রঞ্জন রায়ের সভাপতিত্বে ও সাংস্কৃতিক কর্মী কল্যান কান্তি রায় সানীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, প্রকৌশলী সতীশ গোস্বামী, শিক্ষক সাইফুল ইসলাম রিপন, সাংবাদিক অমিত দেব, সাংষ্কৃতিককর্মী বিজন কুমার দেব, হীরা মোহন দে, কাউন্সিলর গিয়াস উদ্দিন,সাংস্কৃতিককর্মী আব্দুল মুকিত,সায়মন হোসেন রুমেন, কয়ছর রশীদ মোতাহির আলী, মহিব উদ্দিন, অনন্ত গোপ, সজিব রায় দুর্জয়, কামাল হোসেন,জুয়েল মিয়া, সিতু মিয়া প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে শামসুর রাহমানের রচিত কবিতা আবৃত্তি করেন রনি মিয়া, তানভীর আহমদ হিমু, নাহিয়ান আহমদ, অভিজিৎ শ্বাশত রায়। স্বাগত বক্তব্য রাখেন, উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক দ্বিপক কান্তি দে।

Exit mobile version