Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

করোনাভাইরাস জগন্নাথপুরে ওমান প্রবাসীসহ দুইজনের নমুনা সংগ্রহ, এলাকায় আতঙ্ক

স্টাফ রিপোর্টার –
সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলা সদরে করোনাভাইরাস সংক্রম পরীক্ষার জন্য দুজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের মধ্যে একজন ওমান প্রবাসী পুরুষ। যার বয়স ৪০ বছর । ও অপরজন নারী যার বয়স ৩০ বছর। ওমানপ্রবাসীর নমুনা সংগ্রহের পর থেকে ওই এলাকার করোনাভাইরাস সংক্রমনের রোগী পাওয়া গেছে বলে আজ বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে উপজেলা সদরে গুঞ্জব ছড়িয়ে পড়ে।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মধু সুধন ধর জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী প্রতি উপজেলা থেকে দুজনের নমুনা সংগ্রহ করার কথা সেই সিদ্ধান্ত মোতাবেক আমার আজ বৃহস্পতিবার দুটি কিট পেয়ে দুজনের নমুনা সংগ্রহ করে ঢাকায় প্রেরণ করেছি। নমুনা সংগ্রহের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে তাদের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ আছে কীনা। তিনি লোকজন কে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন প্রাথমিকভাবে তাদের শরীরে করোনা ভাইরাস লক্ষন আছে বলে মনে হয়নি।
প্রসঙ্গত আজ সুনামগঞ্জে হোম কোয়ারেন্টিনে থাকা এক ওমান প্রবাসীর মৃত্যুর ঘটনা ঘটে।

Exit mobile version