Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

করোনায় আক্রান্ত বিশ্বের ৯ লাখ ৩৫ হাজার মানুষ

জগন্নাথপুর২৪ ডেস্ক::
করোনাভাইরাসের থাবায় অসহায় হয়ে পড়েছে বিশ্ব। মহামারি এ ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা এখন ৯ লাখ ৩৫ হাজার ৮১৭ জন। দুই একদিনের মধ্যে এই সংখ্যা ১০ লাখে পৌঁছে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে বৃহস্পতিবার পর্যন্ত আক্রান্তের এ তথ্য দিয়েছে বলে বিবিসি জানিয়েছে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, এ পর্যন্ত করোনায় প্রাণ গেছে ৪৭ হাজার ২০৮ জনের। আক্রান্তের পর সেরে উঠেছেন প্রায় দুই লাখ মানুষ। এই ভাইরাসের কারণে বিশ্বের অর্ধেকের বেশি মানুষ স্বাভাবিক জীবনযাপনের সুযোগ হারিয়েছে।
প্রাণঘাতী নভেল করোনাভাইরাস গত ডিসেম্বরের শেষের দিকে চীনের উহান শহরে ছড়িয়ে পড়ে। এরপর থেকে গত তিন মাসে দেশে দেশে ছড়িয়ে পড়ে মহামারি হিসেবে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, এখন পর্যন্ত করোনাভাইরাসে সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে ২ লাখ ১৫ হাজার ৪১৭ জন আক্রান্ত হয়েছেন। দেশটিতে মারা গেছেন ৫ হাজার ১১৬ জন। দ্বিতীয় আক্রান্ত হিসেবে ইতালিতে ১ লাখ ১০ হাজার ৫৭৪ জন শনাক্ত হয়েছেন। তবে মৃতের দিক থেকে দেশটি ভয়াবহতার শিকার হয়েছে। ইতালিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১৩ হাজার ১৫৫ জন।

আক্রান্তের দিক থেকে স্পেন তৃতীয়। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪ হাজার ১১৮ জন। মারা গেছেন ৯ হাজার ৩৮৭জন। অন্যদিকে চীন থেকে এ ভাইরাস শুরু হলেও দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৩৮১ জন। মারা গেছেন ৩ হাজার ৩১৬ জন। এছাড়া জার্মানিতে আক্রান্ত হয়েছে ৭৭হাজার ৯৮১ জন। দেশটিতে মারা গেছেন ৯৩১ জন। ইরানে আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ৫৯৩ জন। দেশটিতে করোনায় প্রাণ গেছে ৩ হাজার ৩৬ জনের।

ফ্রান্সে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৭ হাজার ৭৮৩ জন। মারা গেছেন ৪ হাজার ৪৩ জন। যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৮৬৫ জন। মারা গেছেন ২ হাজার ৩৫৮ জন। সুইজারল্যান্ডে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৭৬৮ জন, মারা গেছেন ৩৭৩ জন। বেলজিয়ামে ১৩ হাজার আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ৮২৮ জন।

সৌজন্যে সমকাল

Exit mobile version