Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

করোনায় আক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা

জগন্নাথপুর২৪ ডেস্ক::

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনার টিকা নিয়েও করোনায় আক্রান্ত হলেন তিনি।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, নাসিমা সুলতানা বর্তমানে আইসোলেশনে আছেন। তিনি চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন। তবে তার বিশেষ কোনো শারীরিক সমস্যা দেখা দেয়নি।

অধ্যাপক নাসিমা সুলতানা দেশের প্রথম পাঁচ টিকাগ্রহণকারীর একজন। গত ২৭ ও ২৮ জানুয়ারি দেশে পরীক্ষামূলকভাবে করোনার টিকা দেওয়া হয়। নাসিমা সুলতানা ২৭ জানুয়ারি টিকা নিয়েছিলেন।

তাকে নিয়ে গত ১৫ দিনে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের বেশ কয়েকজন কর্মকর্তা, কর্মচারী করোনায় সংক্রমিত হয়েছেন বলে স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়।

Exit mobile version