Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

করোনায় আরও ২০ জনের মৃত্যু, শনাক্ত ১৩৩৫

জগন্নাথপুর২৪ ডেস্ক::
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত আরও ১ হাজার ৩৩৫ জন রোগী শনাক্ত হয়েছেন। একই সময় করোনায় মারা গেছেন ২০ জন।

দেশে এখন পর্যন্ত মোট ৪ লাখ ১ হাজার ৫৮৬ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৫ হাজার ৮৩৮ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৩ লাখ ১৮ হাজার ১২৩ জন।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১৪ জন পুরুষ, ৬ জন নারী। এছাড়া ২৪ ঘণ্টায় দেশে মোট ১২ হাজার ৬১৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ১০ দশমিক ৫৮ শতাংশ। গতকালের তুলনায় আজ নতুন রোগী কিছুটা কমলেও মৃত্যু ও শনাক্তের হার বেড়েছে।

গতকাল পরীক্ষার তুলনায় শনাক্তের হার ছিল ১০ দশমিক ৪৪ শতাংশ। আর মৃত্যু হয়েছিল ১৫ জনের। দেশে এখন পর্যন্ত সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

Exit mobile version