Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

করোনায় আরো ৩৫ মৃত্যু, শনাক্ত ১১৯০

জগন্নাথপুর২৪ ডেস্ক::

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে এক হাজার ১৯০ জনের মধ্যে। শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের নিয়ে দেশে মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৪১ হাজার ৩০০ জন। তাদের মধ্যে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৭ হাজার ১৮২ জনের।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৯ হাজার ৬৬৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় শনাক্ত হার এসেছে ৬ দশমিক ০৫ শতাংশ।

উল্লেখিত সময়ে ঢাকা বিভাগে ৬৭৬ জনের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে, যার মধ্যে শুধু ঢাকা মহানগরীরই ৫৩৩ জন।

২৪ ঘণ্টায় যে ৩৫ জন মারা গেছেন, তাদের মধ্যে ১৯ জন ঢাকা বিভাগের। এছাড়া চট্টগ্রাম বিভাগের ৬ জন, রাজশাহীর ৩, খুলনার ৩, বরিশালের ১, সিলেট ২ এবং রংপুর বিভাগে একজন মারা গেছেন। ময়মনসিংহ বিভাগে কেউ মারা যাননি।

এদিকে একদিনে করোনা থেকে সেরে উঠেছেন ১ হাজার ৬৪৫ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৪ লাখ ৯৮ হাজার ৬৫৪ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠলেন।

Exit mobile version