Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

করোনার টিকার দ্বিতীয় ডোজ শিগগিরই: প্রধানমন্ত্রী

জগন্নাথপুর২৪ ডেস্ক::

করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ শিগগিরই দেয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার সকালে গণভবন প্রান্ত থেকে মন্ত্রিসভা বৈঠকে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এ কথা জানান।
তিনি বলেন, ‘সেকেন্ড ডোজ নেয়ার জন্য ৮ থেকে ১২ সপ্তাহ টাইম লাগে। ১৫ দিনে নিতে হবে বা এক মাসের মধ্যে নিতে হবে এমন না। এটা তিন মাস পর্যন্ত ইফেকটিভ (কার্যকর) থাকে।’
তবে সরকার দ্রুত দ্বিতীয় ডোজ দিয়ে দিতে চায় বলে জানান সরকারপ্রধান।
তিনি বলেন, ‘আমরা চাচ্ছি আর্লি সেকেন্ড ডোজ দিয়ে দেয়ার। এক থেকে দেড় মাসের মধ্যে সেকেন্ড ডোজ দিয়ে এগুলো তাড়াতাড়ি শেষ করার চেষ্টা আমাদের আছে।
‘ভ্যাকসিন যাতে ডেট এক্সপায়ার্ড না হয়, সেটাও দেখতে হবে। তবে আজকে কত লোক নেয় তার ওপর নির্ভর করে।’
এ সময় দেশের সব পরিচ্ছন্নতাকর্মীকে দ্রুত টিকার আওতায় নিয়ে আসতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন শেখ হাসিনা।
তিনি বলেন, ‘ফ্রন্টলাইন ফাইটার্স, চিকিৎসাকর্মী, ল’ এনফোর্স এজেন্সি এবং আমাদের বাহিনীগুলো, যারা অ্যাকটিভলি কাজ করছে তাদেরকে আমরা আগে দেয়ার কথা বলছি।’
আওয়ামী লীগের নেতাকর্মীরা যথেষ্ট কাজ করছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘তারা চাইলেও রেজিস্ট্রেশন করতে পারে।’
টিকা নিবন্ধন প্রক্রিয়াকে আরও সহজ ও সম্প্রসারিত করা হবে বলে জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ‘সবার একটা আইডি কার্ড থাকতে হবে, যেটা দেখে বোঝা যাবে তারা ভ্যাকসিনটা নিয়েছে। এটা দেখিয়ে তারা সেকেন্ড ডোজ নেবে। এটা তাদের কাছে থেকে যাবে। এর মধ্য দিয়ে যারা দেশের বাইরে যাবে বা কোনো কাজ করবে তাদের সনদ হিসেবে এটি কাজ করবে।’
করোনাভাইরাস প্রতিরোধে টিকা নিলেও সবাইকে মাস্ক পরা, ঠিকমতো হাত ধোয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ‘একটা নির্দেশনা থাকবে; সবাইকে মাস্কটা পরতে হবে। মাস্ক ব্যবহার করা এবং হাত ধোয়া অব্যাহত রাখতে হবে।’
এ সময় যারা টিকা নিয়েছেন তাদেরও স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেন শেখ হাসিনা।

Exit mobile version