Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

করোনায় মৃত্যুর মিছিলে ২ লাখ ৫৮ হাজার মানুষ

জগন্নাথপুর২৪ ডেস্ক:: বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। রোজ মৃত্যুর মিছিলে যোগ দিচ্ছেন হাজারো মানুষ। বিশ্বে মৃতের সংখ্যা ২ লাখ ৫৮ হাজার ছাড়িয়ে গেছে ইতিমধ্যে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার বেলা সাড়ে ৩ টা পর‌্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিশ্বের ৩৭ লাখ ৪৩ হাজার ৪৯৩ জন।

তাদের মধ্যে বর্তমানে ২২ লাখ ২৬ হাজার ৪৭৮ জন চিকিৎসাধীন এবং ৪৯ হাজার ২৫০ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ১২ লাখ ৪১ হাজার ৮৯৪ জন সুস্থ হয়ে উঠেছেন এবং দুই লাখ ৫৮ হাজার ৮৪৬ জন মারা গেছেন এই রোগে।

গত বছরের ১৭ ডিসেম্বর চীনের উহান থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতি করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Exit mobile version