Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

করোনায় ২৪ ঘন্টায় ৭ জনের মৃত্যু, শনাক্ত ৪৫৪

Corona Virus In Red Background - Microbiology And Virology Concept - 3d Rendering

জগন্নাথপুর২৪ ডেস্ক::

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৭ জনের।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এই তথ্যানুযায়ী, মৃতের সংখ্যা এক অংকে নেমে আসার মধ্য দিয়ে একদিনে প্রায় নয় মাসের মধ্যে সবচেয়ে কম মানুষের মৃত্যু হলো করোনায়।

দেশে সবমিলিয়ে এখন করোনায় মারা যাওয়া মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৯৪ জনে।

গত বছরের ৬ মে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয় ৩ জনের। আর ৮ মে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান সাতজন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আরও ৪৫৪ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫ লাখ ৩৪ হাজার ৪০৭ জন।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩ দশমিক ৭৬ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৭৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৬২ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫১ শতাংশ।

গত একদিনে সুস্থ হয়েছেন আরও ৪১৪ জন রোগী। সুস্থ হওয়া রোগীর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৭৮ হাজার ৯৬০ জনে।

গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার তথ্য দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এরপর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে তারা।

এরই মধ্যে ২৭ জানুয়ারি দেশে করোনাভাইরাসের পরীক্ষামূলক টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম টিকা নেন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা।

Exit mobile version