Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

করোনা আক্রান্ত মন্ত্রী বীর বাহাদুরকে কপ্টারে ঢাকায় আনা হচ্ছে

জগন্নাথপুর২৪ ডেস্ক::
করোনা আক্রান্ত পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপিকে ঢাকায় আনা হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে আজ রবিবার (৭ জুন) সকাল ১১টার দিকে বান্দরবান থেকে রওনা দেবে তাঁকে বহনকারী হেলিকপ্টার।
বান্দরবানের সিভিল সার্জন ডা. অং সুই প্রু বিষয়টি নিশ্চিত করেছেন।

টানা আড়াই মাস এলাকায় অবস্থান করে করোনার শিকার হওয়া পরিবারগুলোর কাছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার একপর্যায়ে নিজেই আক্রান্ত হয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

গতকাল শনিবার (৬ জুন) কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে তাঁর নমুনা পরীক্ষায় করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়। জ্বরসহ করোনা উপসর্গ দেখা দেওয়ার কারণে ৩ জুন তাঁর নমুনা সংগ্রহ করে জেলা স্বাস্থ্য বিভাগ।

বীর বাহাদুরকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. অং সুই প্রু।

Exit mobile version