Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

কলকলিয়া ইউনিয়নে নৌকার সমর্থনে নির্বাচনী সভা- শেখ হাসিনার প্রার্থীকে নৌকা প্রতীকে বিজয়ী করে ইউনিয়নের উন্নয়ন কে এগিয়ে নিন- সিদ্দিক আহমদ

গোবিন্দ দে/সুহেল হাসান:: সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদ বলেছেন, আওয়ামীলীগ সরকার গ্রাম বাংলার উন্নয়নে বিশ্বাসী। তাই গ্রামের মানুষের উন্নয়নের জন্য প্রথমবারের মতো দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনের আয়োজন করা হয়েছে। স্থানীয় সরকারের জনপ্রতিনিধির সাথে কেন্দ্রীয় সরকারের সমন্ধয় থাকলে উন্নয়ন ত্বরান্ধিত হয়। তাই কলকলিয়া ইউনিয়নের উন্নয়নকে এগিয়ে নিতে শেখ হাসিনা মনোনীত প্রার্থীকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করে ইউনিয়নের উন্নয়নকে এগিয়ে নিতে হবে। তিনি জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী দ্বীপক কান্তি দে দীপালের নৌকা প্রতীকের সমর্থনে ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠন আয়োজিত নির্বাচনী জনসভা সোমবার বিকেলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ইউনিয়ন আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল হোসেন এর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক মিজানুর রহমান মাষ্টারের পরিচালনায় কলকলিয়া বাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী দ্বীপক কান্তি দে দীপাল,যুক্তরাজ্য আওয়ামীলীগ সহ-সভাপতি হরমুজ আলী, কলকলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবীদ ও শিক্ষানুরাগী সিরাজুল ইসলাম,কৃষকলীগের কেন্দ্রীয় মানবসম্পদ বিষয়ক সম্পাদক জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শামীমা শাহারিয়ার, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর রাজনৈতিক সচিব আবুল হাসানাত, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আব্দুল মালেক, মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক কুতুব উদ্দিন, দক্ষিন সুনামগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সাবেক ভাইস চেয়ারম্যান সিতাংশু শেকর সিতু, উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মিন্টুর ঞ্জন ধর, সাবেক ছাত্রনেতা যুক্তরাজ্য প্রবাসী আওয়ামীলীগ নেতা খায়রুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগ সদস্য কুহিনুর রহমান, দক্ষিন সুনামগঞ্জ উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক প্রভাষক নুর হোসেন,জেলা যুবলীগের সাবেক সদস্য আলাল হোসেন রানা, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন,ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি নুরুল হক, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ছমির উদ্দিন, আব্দুল লতিফ,দিলোয়ার হোসেন দুলা,সুন্দর আলী, মদনমোহন কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি সাদিকুর রহমান, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রেজা, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জাহিদ আলম রিয়াদ প্রমুখ সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিন সুনামগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি তহুর আলী, দক্ষিন সুনামগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ দাশ,জগন্নাথপুর উপজেলা কৃষকলীগের আহ্বায়ক আফছর উদ্দিন ভূঁইয়া,উপজেলা আওয়ামীলীগ নেতা বিজন কুমার দে, মাছুম আহমদ, ফিরোজ আলী, পৌর আওয়ামীলীগ নেতা ইকবাল হোসেন ভূঁইয়া, হীরা মোহন দে,প্রজেশ গোপ, উপজেলা যুবলীগ সহ-সভাপতি বিভাস দে,কাউন্সিলর দেলোয়ার হোসাঈন, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর গিয়াস উদ্দিন, বকুল গোপ, উপজেলা ছাত্রলীগ নেতা সাফরোজ ইসলাম,আব্দুল মুকিত, সজিব রায় দুর্জয়,ছায়াদ ভূঁইয়া প্রমুখ অনুষ্ঠানে কুরআন তেলোওয়াত করেন হাফিজ শহিদুল ইসলাম, গীতা পাঠ করেন জিতেন্দ্র কুমার নাথ। সভায় আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী দ্বীপক কান্তি দে দীপাল বলেন, আমি আওয়ামীলীগের একজন কর্মী হিসেবে জননেত্রী শেখ হাসিনার প্রার্থী হিসেবে আপনাদের সেবা করতে এসেছি। আপনারা আমাকে ২৮ মে নৌকা প্রতীকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিলে আমি আপনাদের আমানতের অমর্যাদা করবনা। আমি ইউনিয়নবাসীর উন্নয়নে সবাইকে নিয়ে নিরলসভাবে কাজ করব।

Exit mobile version