Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

কলকলিয়া ইউনিয়ন পরিষদে আগুন, নাশকতাকারীকে খুজছে পুলিশ

স্টাফ রির্পোটার :: জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নে পরিষদ ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রোববার গভীর রাতে এ ঘটনাটি ঘটেছে। সোমবার ঘটনাস্থল পরির্দশন করেছেন জগন্নাথপুর উপজেলা সহকারী কশিনার (ভূমি) কাজী আরিফুর রহমানসহ পুলিশের একটি দল।

পুলিশ ও এলাকাবাসী জানান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাসিমের কার্য্যালয়ের প্রধান দরজায় দূর্বৃত্তরা আগুন দেয় । এ সময় ইউনিয়ন পরিষদের নৈশ প্রহরী লেবু মিয়ার শোর-চিৎকার শুরু করলে দূবৃর্ত্তরা পালিয়ে যায়। ততক্ষনে দরজার কিছু অংশ আগুন পুড়ে যায়।

ঘটনাস্থল পরির্দশকারী জগন্নাথপুর থানার উপ-পরির্দশক আশরাফুল ইসলাম নৈশ প্রহরী লেবু মিয়া বরাত দিয়ে জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, রাত আড়াইটার দিকে দুই জন ব্যক্তি চেয়ারম্যানের কার্য্যালয়ের দরজায় আগুন দেয়। এ সময় নৈশ প্রহরীর চিৎকার শুনে তারা পালিয়ে যায়। দুই জনের মধ্যে আব্দুল মুকিত নামে একজন কে সে চিনতে পেরেছে। তার বাড়ি ওই ইউনিয়নের পাড়ারগাও গ্রামে। অপর জন কে চিনতে পারে নি। থানার উপ-পরিদর্শক আশরাফুল বলেন, পুলিশ ঘটনায় জড়িতদের গ্রেফতারের প্রচেষ্টা চালিয়েছে।

কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাসিম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ষড়যন্তকারীরা প্রেট্রোল কিংবা কেরোসিন দিয়ে পরিষদ জ্বালিয়ে দেয়ার চেষ্টা চালায়।

জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী আরিফুর রহমান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টির তদন্ত চলছে।

Exit mobile version