Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

কারাগারে বন্দি জিকে গউছের উপর হামলার প্রতিবাদে হবিগঞ্জে হরতাল আর নবীগঞ্জে বিক্ষোভ সমাবেশ

রাকিল হোসেন- হবিগঞ্জের সিংহ পুরুষ জননন্দিত মেয়র ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব জিকে গউছ এর উপর কারাগারে হামলার প্রতিবাদে রোববার হবিগঞ্জে সকাল সন্ধ্যা হরতাল পালিত হয়েছে এছাড়াও বিক্ষোভ সমাবেশ করেছে নবীগঞ্জ গউছ মুক্তি সংগ্রাম পরিষদ ও যুবদল। শনিবার সকালে কারাগারে অবস্থানরত জিকে গউছ সাজাপ্রাপ্ত কয়েদীর হামলায় গুরুতর আহত হওয়ার খবর পৌছলে তাৎক্ষনিক ভাবে উক্ত মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপুর্ণ সড়কে প্রদক্ষিন শেষে স্থানীয় নতুন বাজার মোড়ে বিশাল প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। গউছ মুক্তি সংগ্রাম পরিষদের আহ্বায়ক মনর উদ্দিনের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক সাহেদুল ইসলাম চৌধুরী রিপন ও নুরুল আমীনের পরিচানায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শিহাব আহমদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সাবেক জেলা যুবদলের সহ সভাপতি মোর্শেদ আহমদ, উপজেলা যুবদল সভাপতি এটিএম সালাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা মাওঃ শুইয়াবুর আহমদ চৌধুরী, আব্দুল আলীম ইয়াসিনী, সাহেব আলী, আব্দুর রকিব, ছাত্রদলের আহ্বায়ক হারুনুর রশীদ হারুন, কামরুজ্জামান চৌধুরী, মিজানুর রহমান চৌধুরী জুয়েল, শাহ রুহেল প্রমূখ। সমাবেশে বক্তারা বলেন, যে সরকারের আমলে কারাগারে থেকে মানুষের নিরাপত্তা নেই, সেই সরকার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না। এই সরকার জননন্দিত মেয়র আলহাজ্ব জিকে গউছকে হত্যা করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই তারা সাজাপ্রাপ্ত কয়েদীকে দিয়ে তাকে হত্যা করার জন্য আঘাত করিয়েছিল। আল্লাহর অশেষ মেহের বাণী গণ মানুষের নেতা জিকে গউছ মানুষের ভালবাসায় বেঁেচ রয়েছে। তার জন্য দেশবাসী তথা হবিগঞ্জ বাসীর জন্য দোয়া কামনা করেন।

Exit mobile version