Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

কাল সারা দেশে জামায়াতের হরতাল

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মুজাহিদের মৃত্যুদন্ড বহাল রাখার প্রতিবাদে বুধবার সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত দেশব্যাপী টানা ২৪ ঘণ্টার হরতাল আহ্বান করেছে জামায়াতে ইসলামী।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হরতাল কর্মসূচি ঘোষণা করেন দলের ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ। বিবৃতিতে বলা হয়- সরকারের দায়ের করা মিথ্যা, বায়বীয় ও কাল্পনিক অভিযোগে ষড়যন্ত্রমূলক মামলায় আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে মৃত্যুদণ্ড প্রদান করায় হতাশ প্রকাশ করে মুজাহিদসহ আটক সব নেতাকর্মীর মুক্তির দাবীতে বুধবার সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত দেশব্যাপী ২৪ ঘণ্টার শান্তিপূর্ণ হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালের দেয়া আলী আহসান মোহম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড মঙ্গলবার সকালে বহাল রাখে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ মঙ্গলবার সকালে এ রায় ঘোষণা করে। এই বেঞ্চের অপর তিন সদস্য হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

Exit mobile version