1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
কাশ্মীর সীমান্তে ভারতের সেনা অভিযান - জগন্নাথপুর টুয়েন্টিফোর
রবিবার, ২৫ মে ২০২৫, ০৮:২৬ অপরাহ্ন

কাশ্মীর সীমান্তে ভারতের সেনা অভিযান

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: পাকিস্তান সংলগ্ন কাশ্মীর সীমান্তে গোলযোগপূর্ণ নিয়ন্ত্রণরেখায় (এলওসি) গতকাল বুধবার রাতে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। আজ বৃহস্পতিবার টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

এএফপির খবরে বলা হয়, বড় বড় শহরে পরিকল্পিত ধারাবাহিক হামলা ঠেকাতেই এই হামলা বলে সেনাসূত্র দাবি করেছে।এ অ​ভিযানের নিন্দা জানিয়ে পাকিস্তানের সেনাবাহিনী বলছে, ভারত বিনা ‘উসকানিতে’ নিয়ন্ত্রণ রেখা বরাবর এই হামলা চালিয়েছে। এতে তাদের দুজন সেনা নিহত হয়।

ভারতীয় সেনাবাহিনীর এই অভিযানকে বলা হচ্ছে ‘সার্জিক্যাল স্ট্রাইক’। এই ধরনের অভিযানে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতে অনুপ্রবেশ ও হামলা চালাতে প্রস্তুত সন্ত্রাসী গোষ্ঠীর ওপর হামলা চালানো হয়।

ভারতীয় সেনাবাহিনীর মিলিটারি অপারেশনসের মহাপরিচালক (ডিজিএমও) লে. জেনারেল রণবীর সিং বলেন, গতকাল রাতের ওই হামলায় সন্ত্রাসী পক্ষে উল্লেখযোগ্য হতাহতের ঘটনা ঘটেছে। অভিযান শেষ হয়েছে।

ওই সেনা কর্মকর্তা বলেন, সন্ত্রাসী ও তাদের মদদদাতাদের লক্ষ্য করে এই অভিযান চালানো হয়।

অভিযানকালে ভারতীয় পক্ষে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com