Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

কী কারণে ফেসবুক ব্যবহারে বিপত্তি

জগন্নাথপুর২৪ ডেস্ত::

বাংলাদেশে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক স্বাভাবিকভাবে ব্যবহার করা যাচ্ছে না। শুক্রবার (২৬ মার্চ) দুপুরের পর থেকে এই সমস্যা চলছে। তবে বিশ্বের কোথাও ফেসবুক বা মেসেঞ্জার ডাউন থাকার তথ্য নেই।

ধারণা করা হচ্ছে, গুজব ছড়ানো এবং উস্কানি দেওয়ার অপচেষ্টা ঠেকাতে ফেসবুক ডাউন রাখা হয়েছে। যদিও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশন থেকে এ বিষয়ে কোনো মন্তব্য শোনা যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমটি ডাউন রাখার বিষয়ে কোনো পূর্ব ঘোষণাও আসেনি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে ফেসবুকে উস্কানি ছড়ানো হতে পারে বলে আশঙ্কা রয়েছে। ঢাকার মতিঝিল ও বায়তুল মোকাররম মসজিদ, সুনামগঞ্জের শাল্লা, চট্টগ্রামের হাটহাজারী এবং ব্রাহ্মণবাড়িয়ায় সাম্প্রদায়িক গুজব সৃষ্টির মাধ্যমে ঘটানো নাশকতায় তা আরও প্রকট হয়।

আগের দিনের মতো আজও ফেসবুক চালাতে গিয়ে বিপত্তিতে পড়ছেন ব্যবহারকারীরা। এটি স্বাভাবিক না থাকায় পোস্ট দেওয়া, কনটেন্ট আপলোড ও মন্তব্য করার মতো সেবা পাওয়া যাচ্ছে না। এমনকি মেসেঞ্জার সক্রিয় নেই। ইত্তেফাক

Exit mobile version