জগন্নাথপুর২৪ ডেস্ক::
আওয়ামী লীগের আমলে আমরা কুকুরের মুখে ছিলাম; সেখান থেকে এখন বাঘের মুখে এসে পড়েছি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
আজ বৃহস্পতিবার (১৫ মে) কুমিল্লা শিল্পকলা একাডেমিতে বিএনপির সদস্য ফরম নবায়ন ও বিতরণ কর্মসূচি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, ‘আওয়ামী লীগের আমলে বিএনপির চিহ্নিত শত্রু ছিল একটি দল, সেটি আওয়ামী লীগ। কিন্তু এখন বিএনপির চারিদিকে অনেক শত্রু। বিদেশি ইশারায় অনেক কিছুই হচ্ছে। কিন্তু আমরা কাউকেই শত্রু মনে করি না। আমরা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চাই। কিন্তু নির্বাচনের কথা বললেই তাদের গা জ্বলে ওঠে। আমরা এখন কুকুরের মুখ থেকে বাঘের মুখে এসে পড়েছি। সিন্দাবাদের বুড়ো আমাদের ঘাড়ে চেপে বসেছে, তাকে সেখান থেকে ধাক্কা মেরে নামাতে হবে এবং দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে।’
এই সরকারের হাতে আমাদের ভূখণ্ড নিরাপদ নয় উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, ‘একজন উপদেষ্টা দেশের মানচিত্র বদলের কথা বলেছেন। তারপরও তিনি কীভাবে উপদেষ্টা থাকেন। সেন্টমার্টিন বন্ধ কেনো? সাজেক বন্ধ হলো কেনো? করিডোর দেওয়ার কথা কেনো বলা হচ্ছে? সেই অধিকার তো আপনাদের নেই। সময় থাকতে সাবধান হোন, মানুষের মতামতের গুরুত্ব দিন। সিন্ধান্ত নেওয়ার মালিক তো আপনারা নন। সময়মত সঠিক সিদ্ধান্ত না নিলে আপনাদেরকেও কিন্তু ভয়াবহ পরিণতির মুখে পড়তে হবে।’
তিনি বলেন, ‘এ সরকারের সাঙ্গপাঙ্গরাই এখন চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছে, ব্যাংকের টাকা লুট করে নিয়ে যাচ্ছে। সিন্দাবাদের বুড়ো আমাদের ঘাড়ে চেপে বসেছে, তাকে সেখান থেকে ধাক্কা মেরে নামাতে হবে, দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে।’
কোথাও চাঁদাবাজির ঘটনা ঘটলে বিএনপিকে দোষারোপ করা হয় উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, ‘৫ আগস্ট পরবর্তী সময়ে এ ধরণের কিছু ঘটনা ঘটলেও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এক হাজারের বেশি ব্যক্তিকে দল থেকে বহিষ্কার করেছেন। এরপর থেকে বিএনপির কেউ চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়। বরং এ সরকারের সাঙ্গপাঙ্গরাই চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছে। ব্যাংকের টাকা লুটে নিচ্ছে। এরই মধ্যে ব্যাংক থেকে ৯০ হাজার কোটি টাকা লুট হয়ে গেছে। কিন্তু গণমাধ্যমে এসব কিছুই আসে না। সবাই এখন বিএনপির বিপক্ষে লেগে আছে। তারা গণমাধ্যমের কণ্ঠ চেপে ধরেছে।’
তিনি বলেন, ‘যে অন্যায়ের বিরুদ্ধে আমরা আন্দোলন-সংগ্রাম করেছিলাম, সেই অন্যায়ই এখন হচ্ছে। সাহস থাকলে চাঁদাবাজদের ধরেন। সে যে দলেরই হোক তাকে আইনের আওতায় নিয়ে আসুন।’