Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

কুমিল্লায় ছাত্রদের মধ্যে সংঘর্ষে ওসিসহ আহত-১৫

জগন্নাথপুর২৪ ডেস্ক: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ও কুমিল্লা সরকারি কলেজের ছাত্রদের মাঝে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।

রোববার বিকালে নগরীর পুলিশ লাইন এলাকায় এ সংঘর্ষ হয়। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়া ও দোকান ভাংচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ ও ফাঁকা গুলিবর্ষণ করে।

সংঘর্ষে কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়াসহ উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

খবর পেয়ে উত্তেজিত কুবির শিক্ষার্থীরা পুলিশ লাইন এলাকায় প্রায় ১ ঘণ্টা সড়ক অবরোধ করে। এ সময় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

পুলিশ ও শিক্ষার্থী সূত্রে জানা যায়, রোববার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস শেষে বিশ্ববিদ্যালয়ের বাসযোগে নগরীতে ফিরছিল। পথে সন্ধ্যা ৬টার দিকে নগরীর পুলিশ লাইন এলাকায় আসার পর কুমিল্লা সরকারি কলেজের ছাত্রদের সঙ্গে বাকবিতণ্ডা হয়।

একপর্যায়ে কলেজ শিক্ষার্থীরা কুবি শিক্ষার্থীদের বহনকারী বাসে ভাংচুর শুরু করে। এ সময় ওই গাড়িতে থাকা শিক্ষার্থীরা আতঙ্কে হয়ে গাড়ি থেকে বের হয়ে পড়ে।

খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের আরও দুটি গাড়ি নগরীর রেসকোর্স এলাকায় আসার পর শিক্ষার্থীরা একত্রিত হয়ে কলেজ ছাত্রদের ধাওয়া করে।

এ সময় কলেজের প্রধান ফটকের দুটি দোকান ভাংচুর করা হয়। এ সময় পুলিশ লাইন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সব দোকানপাট বন্ধ করে দেয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও ফাঁকা গুলি ছোড়ে। সংঘর্ষে কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়াসহ উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়।

ঘটনাস্থলে উপস্থিত কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. শাখাওয়াত হোসেন জানান, হামলার কারণ এখনও জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয়পক্ষকে নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে ভাংচুরের শিকার গাড়ি উদ্ধার করে পুলিশ লাইনের ভেতর রাখা হয়েছে।

সুত্র-যুগান্তর

Exit mobile version