Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

কুশিয়ারার পানি বৃদ্ধি অব্যাহত উৎকন্ঠায় এলাকাবাসী

রাকিল হোসেন ইনাতগঞ্জ থেকে : জগন্নাথপুর ও নবীগঞ্জে কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বিপদ সীমার উপর দিয়ে পানি প্রভাহিত হচ্ছে বলে এলাকাবাসী জানিয়েছেন। পানি উন্নয়ন বোর্ড এ ব্যাপারে কোন প্রদক্ষেপ নিচ্ছেনা। তারা বলছেন কুশিয়ারা নদীর পানি বিপদ সীমার নিচে রয়েছে। এদিকে দীঘলবাক ইউনিয়নের রাধাপুর নামক স্থানে কুশিয়ারা ডাইকটি চরম ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে। যে কোন মুহুর্তে ভেঙ্গে গিয়ে এলাকার চরম সর্বনাশ ঘটতে পাওে বলে আশংকা করছেন স্থানীয়রা। এ অবস্থায় উৎকন্ঠায় রয়েছেন এলাকাবাসী। গত বুধবার থেকে নদীর তীর উপছে পানি ভেতরে প্রবেশ করছে। স্থানীয় লোকজন ইটের আদলা কচুরীপোনা দিয়ে পানি আটকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ ভাঙ্গন বড় আকারে ছুটে গেলে উত্তর নবীগঞ্জের কয়েকটি ইউনিয়ন পানিতে তলিয়ে যাওয়ার আশংকা করছেন সাধারন মানুষ। কিন্ত এ বিষয়ে কোন প্রদক্ষেপ নেই হবিগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের। স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বার বার যোগাযোগ করা হলেও বরাদ্দ নেই অজুহাতে হাত-পা গুটিয়ে বসে আছেন তারা। শেষ পর্যন্ত প্রশাসনের চাপে পড়ে পানি উন্নয়ন বোর্ডের ৩ সদস্য রাধাপুর ডাইকের ভাঙ্গন স্থলে গিয়ে স্থানীয় ওয়ার্ড মেম্বারের হাতে কয়েক শত খালি বস্তা দিয়ে আসেন। এ ঘটনায় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর দায়িত্বহীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। লোকজন অভিযোগ করেছেন উক্ত ডাইকের মেরামতের নামে পানি উন্নয়ন বোর্ড লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। পানি উন্নয়ন বোর্ডের খামখেয়ালীপনার খবর পেয়ে তাৎক্ষণিক ডাইকের ভাঙ্গনে ছুটে গেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাছুম বিল্লা। এ ব্যাপারে ইউএনও তিনি বলেন,দুর থেকে যেমন শুনা যাচ্ছে বাস্তবে ততটুকু না হলেও রাধাপুর ডাইকের বাঁধটি দুর্বল। এই দুর্বলতা কাটিয়ে উঠার জন্য স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে ব্যবস্থা নেয়া হচ্ছে।

Exit mobile version