Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জগন্নাথপুরের পাইলগাঁও ইউনিয়নের কয়েক গ্রামের মানুষ পানিবন্দি

স্টাফ রিপোর্টার: গত দুদিনের অব্যাহত বৃষ্টিতে জগন্নাথপুর উপজেলা দিয়ে বয়ে যাওয়া কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়ে বেশ কিছু গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। ডুবে গেছে একটি চলাচলের সড়ক। জানা গেছে, উপজেলার পাইলগাঁও ইউনিয়নের কাতিয়া,পূর্ব কাতিয়া জালালপুর নতুন কসবা,পূর্ব জালালপুর গ্রামের বাড়ি ঘওর পানি ঢুকেগেছে। পুরো এলাকার মানুষ পানি বন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন। কাতিয়া গ্রামের ৮ নং ওয়ার্ডের রাস্তাটি পানিতে তলিয়ে যাওয়ায় অত্র এলাকার মানুষের চলাচল নৌকা নির্ভর হয়ে পড়েছে। পাইলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আপ্তাব উদ্দিন জানান, গত দুদিনের বৃষ্টি ও কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তার ইউনিয়ন বন্যা কবলিত হতে শুরু করেছে। ইতিমধ্যে কয়েকটি গ্রামে পানি ঢুকে পড়েছে।

Exit mobile version