Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

কুষ্টিয়ায় নির্বাচনী কার্যালয় থেকে শহর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আটক ১৮

জগন্নাথপুর২৪ ডেস্ক::

কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকারের নির্বাচনী কার্যালয় থেকে শহর বিএনপির সভাপতি ও সাধারন সম্পাদকসহ ১৮ নেতাকর্মীকে আটক পুলিশ আটক করেছে। মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে কুষ্টিয়া রেলওয়ে কোর্ট স্টেশন সংলগ্ন নির্বাচনী কার্যালয় থেকে তাদের আটক করা হয়।
বিএনপির নেতাকর্মীরা জানান, নির্বাচনী কার্যালয়ে বিএনপি মনোনীত প্রার্থীর সঙ্গে দলীয় নেতাকর্মীদের নির্বাচনী বৈঠক চলছিল। এসময় নৌকা প্রার্থীর সমর্থকরা একটি মিছিল মিছিল বের করে এবং বিএনপির নির্বাচনী কার্যালয়ে অকস্মাৎ প্রবেশ করে তাদের হুমকি প্রদান ও কয়েকজনকে পিটিয়ে আহত করে। এ ঘটনার পর পুলিশ এসে ঝটিকা অভিযান চালিয়ে ওই কার্যালয় থেকে কুষ্টিয়া শহর বিএনপির সভাপতি কুতুব উদ্দিন আহম্মেদ সাধারণ সম্পাদক একে বিশ^াস বাবু, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এসএম ওমর ফারুকসহ দলীয় ১৮ নেতা-কর্মীকে আটক করে। এরপর ওই নির্বাচনী কার্যালয় প্রায় একঘন্টা ঘেরাও রেখে তল্লাশীর পর পুলিশ ঘটনাস্থল ত্যাগ করে। পুলিশের অভিযান চলাকালে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার তার কার্যালয়ের একটি কক্ষে অবরুদ্ধ ছিলেন।
অন্যদিকে পুলিশ দাবি করে, বিএনপি প্রার্থীর কার্যালয়ের সামনের সড়ক দিয়ে নৌকা প্রার্থীর সমর্থকরা মিছিল নিয়ে যাচ্ছিল।

Exit mobile version