Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

কেউ রইল না সোনিয়ার

স্টাফ রিপোর্টার:; বাবাকে হারানোর পর একমাত্র মা কে নিয়ে সোনিয়া অভাব অনটনে বেড়ে উঠেছিল। গতকাল ট্রলার ডু্বিতে মায়ের আদর স্নেহ ভালবাসা থেকে চীরতরে বঞ্চিত হতে হল দশ বছরের মেয়ে সোনিয়া কে। মা হারিয়ে নির্বাক সোনিয়ার চোখে মুখে অজনা আতঙ্ক। ভয়ে তর তর করে কাঁপছিল সোনিয়া। এ প্রতিবেদকের সাথে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়ে সোনিয়া বলেন,ঘরে চাল নেই তাই মা আমাকে নিয়ে জগন্নাথপুর গিয়েছিলেন চাল কিনতে। জগন্নাথপুর বাজার থেকে চাল কিনে বাড়ি ফেরার পথে মর্মান্তিক ট্রলার ডুবিতে প্রাণ হারান সোনিয়ার মা মিলিকা বেগম। এসময় আহত হন আরো ২০ জন। ঘটনাস্থলে উপস্থিত জগন্নাথপুর থানার এস.আই কবির উদ্দিন, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু প্রশাসনের সংশ্লিষ্টদের সাথে কথা বলে লাশ দ্রুত স্বজনদের কাছে হস্তান্তর করেন। সোনিয়ার চাচা মজলু মিয়া বলেন,বাবা মা হারিয়ে মেয়েটি এতিম হয়ে গেল। তিনি জানান,গতকাল লাশ জানাযা শেষে গ্রাম্য কবরস্থানে দাফন করা হয়। সোনিয়ার মামার বাড়ি জগন্নাথপুর পৌর এলাকার জগন্নাথপুর গ্রামে।

Exit mobile version