Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

কেন্দ্রীয় নেতাদের সামনে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের নেতাদের হাতাহাতি

সুনামগঞ্জ প্রতিনিধি-

সুনামগঞ্জে কেন্দ্রীয় নেতাদের সামনেই ছাত্রলীগের দু’পক্ষের হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন নেতা লাঞ্ছিত হয়েছেন বলে জানা গেছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শুক্রবার বিকেলে সুনামগঞ্জ শহরের হাজিপাড়াস্থ সার্কিট হাউজে এ ঘটনা ঘটে।

এঘটনার পর শহরের উকিলপাড়া, সার্কিট হাউস এলাকায় রাত পর্যন্ত উত্তেজনা বিরাজ করছিল।

জানা যায়, সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিকেলে সুনামগঞ্জ আসেন কেন্দ্রীয় ছাত্রলীগ নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক নওশেদ উদ্দিন সুজন, ধর্ম বিষয়ক সম্পাদক খায়ের উদ্দিন চৌধুরী, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, উপ ধর্ম বিষয়ক সম্পাদক উত্তম কুমার সরকার, উপ গণযোগাযোগ বিষয়ক সম্পাদক মইনুল ইসলাম ফয়সাল।

ত্রাণ বিতরণ করার আগে নেতৃবৃন্দ শহরের হাজিপাড়াস্থ সার্কিট হাউজে যান খাবার খেতে। এর আগে জেলা ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বী স্মরণ ও সাধারণ সম্পাদক রফিক আহমদ চৌধুরী’র সমর্থক ছাড়াও আগামী কমিটির নেতৃত্বে আসতে ইচ্ছুক বেশ কয়েক নেতা তাদের সমর্থকদের নিয়ে সার্কিট হাউজে প্রবেশ করেন। এনিয়ে বর্তমান কমিটির নেতৃবৃন্দের সমর্থক ও নেতৃত্বে আসতে ইচ্ছুক বেশ কয়েকজন নেতার সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে চেয়ারে বসা নিয়ে জেলা কমিটির দুই নেতার সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে এক নেতার সমর্থক ও কর্মী জেলা কমিটির এক নেতাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ সময় ধাক্কাধাক্কিতে বেশ কয়েকজন নেতা শারীরিকভাবে লাঞ্ছিত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাবাহ উদ্দিন বলেন, জেলা ছাত্রলীগের বর্তমান কমিটি নিষ্ক্রিয়, মেয়াদ উত্তীর্ণ। তারা কোন ইউনিটেই পূর্ণাঙ্গ কমিটি দিতে পারেনি। দু’টি ইউনিটে পাল্টাপাল্টি কমিটি হয়েছে। শুক্রবার তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দের সামনে হাতাহাতি লিপ্ত হয়। দ্রুত বর্তমান কমিটি ভেঙে যোগ্যদের হাতে নেতৃত্ব তোলে দেয়া প্রয়োজন।
এ ব্যাপারে কেন্দ্রীয় ছাত্রলীগের উপ ধর্ম বিষয়ক সম্পাদক উত্তম কুমার সরকার বলেন, বিষয়টি কেন্দ্র অবগত আছেন।

Exit mobile version