Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

কেয়া চৌধুরী এমপি টিআর কর্মসূচি বরাদ্দের তালিকা প্রকাশ করলেন

রাকিল হোসেন নবীগঞ্জ থেকেঃ এমপি কেয়া চৌধুরী চলতি অর্থবছরে প্রাপ্ত টিআর কর্মসূচির টাকা যাদের বরাদ্দ দিয়েছেন তাদের তালিকা প্রকাশ করেছেন। আর যাদের নামে বরাদ্দ দেয়া হয়েছে তাদেরকে আগামী ২৪ জুন বুধবারের মধ্যে বরাদ্দের টাকা উত্তোলন করতে হবে। অন্যথায় বরাদ্দের টাকা ফেরত চলে যাবে। বন্টনকৃত বরাদ্দগুলো হচ্ছে,হবিগঞ্জ সদর উপজেলার শরীফপুর গ্রামের শ্রমিক লীগ কর্মী শান্তাার বাড়িতে সোলার স্থাপন ২০ হাজার টাকা, চুনারুঘাট উপজেলার শাহজাহান শাদীর বাড়িতে সোলার স্থাপন ২০ হাজার টাকা, বানিয়াচঙ্গ উপজেলার কল্কি নারায়ন মন্দিরে সোলার স্থাপন ২০ হাজার, শহীদ মনমোহন কুসুমরানী একাডেমীতে সোলার স্থাপন ২০ হাজার ও শাহ তাজউদ্দীন কুরেশী হাফেজিয়া মাদ্রাসায় সোলার স্থাপন ২০ হাজার টাকা, নবীগঞ্জ উপজেলার নোয়াগাঁও নারী উন্নয়ন সমবায় সমিতি লিঃ সোলার স্থাপন ১ লাখ, পারুল মিয়ার বাড়িতে সোলার স্থাপন, আয়াত উল¬ার বাড়িতে সোলার স্থাপন, হুমায়ন মিয়ার বাড়িতে সোলার স্থাপন, সিরাজুল ইসলামের বাড়িতে সোলার স্থাপন, বাছু মিয়ার বাড়িতে সোলার স্থাপন, দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সোলার স্থাপন, কামরাখাই হাটি দুর্গামন্দিরে সোলার স্থাপন, পাঞ্চাখাই দাখিল মাদ্রাসা সোলার স্থাপন, এসএনপি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ সোলার ও আসবাবপত্র, সামাজিক সংঘঠন নবীগঞ্জ জাগরন অফিসে সোলার স্থাপন, নিজ আপনা মন্দিরে সোলার স্থাপন, জগন্নাথপুর জিউর আখড়া, লুগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সোলার স্থাপন, মুগিবাজার জামে মসজিদ সোলার স্থাপন, পূর্বকায়েস্তাগ্রাম জামে মসজিদে সোলার স্থাপন, ১১৪নং বনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সোলার স্থাপন, শতক জামে মসজিদে সোলার স্থাপন, চৌধুরী গ্রাম জামে মসজিদে সোলার স্থাপন, উত্তর লামরু জামে মসজিদে সোলার স্থাপন, সাতাইল মক্তবে সোলার স্থাপন, ইজবুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সোলার স্থাপন, দেওপাড়া বাজার মসজিদে সোলার স্থাপন, দেওপাড়া বাজার মসজিদে সোলার স্থাপন, সাতাইল ইজবুর মসজিদে সোলার স্থাপন, ইজবুর গউসুল আজমে পাঞ্চাখানা মসজিদে সোলার স্থাপন, শ্রীমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়সাকোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিবপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাইয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বৈলগিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজারবাগ কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ে সোলার স্থাপন ও কুর্শি খানগোষ্টি জামে মসজিদে সোলার স্থাপনের জন্য ২০ হাজার টাকা করে বরাদ্দ দেয়া হয়েছে।
গংশি¬ষ্ট সুত্র জানিয়েছে, যাদের নামে বরাদ্দ দেয়া হয়েছে তাদেরকে আগামী ২৪ জুন বুধবারের মধ্যে বরাদ্দের টাকা উত্তোলন করতে হবে। অন্যথায় বরাদ্দের টাকা ফেরত চলে যাবে।
সূত্র জানায়, এমপি কেয়া চৌধুরী সংসদ সদস্য হওয়ার পর থেকে এ যাবত সরকারি সকল অনুদান জনসম্মুখে প্রকাশ করেছেন। এরই ধারবাহিকতায় তিনি টিআর কর্মসূচির বরাদ্দ জনসম্মুখে প্রকাশ করলেন।

Exit mobile version