Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

কোটা সংস্কার, প্রজ্ঞাপন জারি করা না হলে সোমবার থেকে ক্লাস-পরীক্ষা বর্জন

জগন্নাথপুর২৪ ডেস্ক::

আজ রোববার বিকেল ৫টার মধ্যে প্রজ্ঞাপন জারি করা না হলে আগামী সোমবার থেকে দেশের সব কলেজ-বিশ্ববিদ্যালয়ে অর্নিদিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক দিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।

রোববার দুপুর ১টা ১০ মিনিটে টিএসসিতে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান।

এর আগে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রোরবিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সরকারি চাকরিতে কোটা বাতিলের প্রজ্ঞাপন ও আন্দোলনকারীদের ওপর হামলার শাস্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করছেন শিক্ষার্থীরা।

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে মিছিলে কয়েক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন, যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, নুরুল হক নূর মিছিলে নেতৃত্ব দেন।

 

 

 

Exit mobile version