Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

কোপা আমেরিকায় উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে মেসির দল আর্জেন্টিনা

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক::কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচ ড্র করলেও দ্বিতীয় ম্যাচেই জয়ের দেখা পেয়েছে আর্জেন্টিনা।বুধবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় শুরু হওয়া ‘বি’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে মেসির দল আর্জেন্টিনা। আর্জেন্টিনার পক্ষে জয়সূচক একমাত্র গোলটি করেন সার্জিও আগুয়েরো।
গত শনিবার প্যারাগুয়ের বিপক্ষে দুই গোলের লিড নেওয়ার পরও শেষ পর্যন্ত ২-২ ব্যবধানে ড্র করেছিল টাটা মার্টিনোর শিষ্যরা।
বুধবারের খেলায় বোঁর্দের উরুগুয়ান স্ট্রাইকার ডিয়াগো রোলান তিন তিনটি সুযোগ নষ্ট করেন। এর মধ্যে ডি বক্সের ১৫ মিটারের মধ্য থেকেও বারের ওপর দিয়ে বল উড়িয়ে মারেন ২২ বছর বয়সী মন্টিভিডিও ফুটবলার।
উভয় দলই খুব সতর্কতার সঙ্গে খেলা শুরু করে। ফলে প্রথমার্ধে আর্জেন্টিনা বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও উরুগুয়ের গোলরক্ষকের কারণে গোলের দেখা পায়নি ডি মারিয়ারা।
তবে দ্বিতীয়ার্ধে খেলার ৫৬ মিনিটে পাস্তোরে-জাবালেতা হয়ে আগুয়েরোর কাছে বল গেলে উড়ন্ত হেডারে লক্ষ্যভেদ করেন ম্যানসিটির এ তারকা।
খেলার একেবারে অন্তিম মুহূর্তে সেই গোলটি শোধ করার সুযোগ পেয়েছিলেন ম্যাক্সি পেরেরা। তবে আর্জেন্টিনা গোলকিপার সার্জিও রোমেরোর দৃঢ়তায় গোল বঞ্চিতই থাকতে হয় উরুগুয়েকে। ফলে শেষ পর্যন্ত হাসিমুখেই মাঠ ছাড়ে ১৪ বারের কোপা চ্যাম্পিয়নরা।

Exit mobile version