Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

কোপা আমেরিকায় কোপা লেগেছে আর্জেন্টিনার আবারও চিলি চ্যাম্পিয়ন

জগন্নাথপুর টুয়েন্টিফোর স্পোর্টস ডেস্ক:;
লিওনেল মেসি ও আর্জেন্টিনার দুঃখের রাত কাটল না। এবার কোপা আমেরিকার ফাইনালে পেনাল্টি শুট আউটে মেসি বল মারলেন বাইরে। মূল্য দিতে হলো আর্জেন্টিনাকে। গত বছরের মতো এবারও আর্জেন্টিনাকে টাইব্রেকে হারিয়ে চিলি হলো চ্যাম্পিয়ন। ৪-২ গোলের জয়ে কোপা আমেরিকা শতাব্দী বরণ উৎসবের শিরোপা চিলির। খেলার নির্ধারিত ও অতিরিক্ত সময় ছিল গোলশূন্য।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে এটি ছিল আর্জেন্টিনার ২৩ বছরের কোপা জিততে না পারার দুঃখ ঘুচানোর দিন। সময় সোমবার বাংলাদেশের সকাল। ফেভারিটের মতোই ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। চিলিকে গ্রুপ পর্বেই হারিয়েছিল প্রথম ম্যাচে। কিন্তু গত কোপার রি-ম্যাচ যেন আদর্শই এক রি-ম্যাচ। গতবারও ১৪বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফাইনালে টাইব্রেকে হেরেছিল। এবং প্রতিপক্ষ ছিল চিলি। এবারও একই ঘটনা। তিন বছরে টানা তিনটি বড় আসরের ফাইনালে হারল মেসির আর্জেন্টিনা। ২০১৪ বিশ্বকাপ, ২০১৫ কোপার পর আবার এবার। এবার মেসির পর দলের চতুর্থ শটটি মিস করেছেন বিগলিয়া। ক্লদিও ব্রাভো ওই শট ঠেকিয়ে দেওয়ার পরের শটে ফ্রান্সিসকো সিলভা গোল করলে শিরোপা উৎসবে মাতে চিলি। হতাশায় মুখ ঢাকেন মেসি।

Exit mobile version