Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

কোরআনের নির্দেশ, ঋণ কারবারে লিখে রাখতে হবে

আয়াতের অর্থ : ‘হে মুমিনরা! তোমরা যখন একে অন্যের সঙ্গে নির্ধারিত সময়ের জন্য ঋণের কারবার করো, তখন তা লিখে রাখবে, তোমাদের মধ্যে কোনো লেখক যেন ন্যায়সংগতভাবে তা লিখে দেয়। লেখক লিখতে অস্বীকার করবে না। যেমন আল্লাহ তাকে শিক্ষা দিয়েছেন। সুতরাং সে যেন লেখে।
আর ঋণগ্রহীতা যেন লেখার বিষয়বস্তু বলে দেয় এবং তার প্রতিপালককে ভয় করে।…তোমরা আল্লাহকে ভয় করো। তিনি তোমাদেরকে শিক্ষা দেন। আল্লাহ সর্ব বিষয়ে সবিশেষ অবহিত।

সুরা : বাকারা, আয়াত : ২৮২) 

আয়াতে আর্থিক লেনদেন লিখিতভাবে করার গুরুত্ব তুলে ধরা হয়েছে।

শিক্ষা ও বিধান

১.  নির্ধারিত শর্ত মেনে ঋণ প্রদান ও বাকি মূল্যে বিক্রি করা জায়েজ। তা লিখে রাখা উত্তম, ওয়াজিব নয়।

২.  বাইয়ে সালাম তথা আগাম ক্রয়-বিক্রির ক্ষেত্রে পণ্য হস্তান্তরে সময় নির্দিষ্ট হতে হবে।

(তাফসিরুত তাহরির ওয়াত-তানভির : ৩/৯৮ ও ৯৯) 

৩.  ধার-কর্জের লেনদেনে সময় নির্দিষ্ট হওয়া আবশ্যক। সময় অনির্দিষ্ট বা অস্পষ্ট রেখে তা বৈধ নয়।

৪.  দ্বিপক্ষীয় চুক্তির দলিল লেখক এক পক্ষের লোক হবে না। তাতে উভয় পক্ষের লোক থাকবে। লেখার খরচ বহন করবে যার দায়িত্বে দেনা সে।

৫.  লেনদেনের প্রমাণ হিসেবে লিখিত দলিল যথেষ্ট নয়, বরং বিধিসম্মত উপায়ে সাক্ষীও রাখতে হবে। (মাআরেফুল কোরআন : ১/৬৪১ ও ৬৪২)

 

Exit mobile version