1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
কোরআন থেকে শিক্ষা - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম:

কোরআন থেকে শিক্ষা

  • Update Time : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
আয়াতের অর্থ : ‘আল্লাহ তোমাদের ক্ষমা করতে চান, আর যারা কুপ্রবৃত্তির অনুসরণ করে তারা চায় যে তোমরা ভীষণভাবে পথচ্যুত হও। আল্লাহ তোমাদের ভার লঘু করতে চান, মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বলরূপে। …তোমাদের যা নিষেধ করা হয়েছে তার মধ্যে যা গুরুতর তা থেকে বিরত থাকলে তোমাদের লঘুতর পাপগুলো মোচন করব এবং তোমাদের সম্মানজনক স্থানে প্রবেশ করাব।’ (সুরা নিসা, আয়াত : ২৭-৩১)

আয়াতগুলোতে মন্দ লোকের প্রবণতা, অন্যের সম্পদ লাভের পদ্ধতি ও পাপ ত্যাগের পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে।

শিক্ষা ও বিধান

১.  শয়তানের অনুসারীরা মুমিনদের বিপথে নিতে চায়। যেন সমাজে অন্যায় প্রবল ও প্রতিষ্ঠিত হয়।

২.  নারীর প্রতি পুরুষের দুর্বলতা সৃষ্টিগত। ফলে নারীর সান্নিধ্যের আকাঙ্ক্ষা তাকে হিতাহিত জ্ঞানশূন্য করে দেয়।

৩.  সম্মতি ছাড়া ক্রয়-বিক্রয় শুদ্ধ হয় না। সব সময় কেবল হাত বদলকে সম্মতি বলা যায় না। এ জন্য সন্তুষ্টিরও দরকার হয়। (ইবনে কাসির : ৩/৩৬ ও ৩৮)

৪.  রাসুল (সা.) বলেন, অন্তরের সন্তুষ্টি ছাড়া কোনো ব্যক্তির জন্য অপর মুসলমানের সম্পদ গ্রহণ করা বৈধ নয়।

৫.  সগিরা গুনাহ ত্যাগ করলে আল্লাহ কবিরা গুনাহ ছেড়ে দেওয়া সহজ করে দেন। এটা পাপমুক্ত হওয়ার উপায়ও বটে। (আত-তাহরির ওয়াত-তানভির : ৫/২৪ ও ২৬)।

সৌজন্যে কালের কণ্ঠ

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com