Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ক্রিকেট বিশ্ব দেখলো হেরাথ যাদু

স্পোর্টস ডেস্ক:: শ্রীলংকার বিপক্ষে ৩ ম্যাচ টেস্ট সিরিজে অজিরা ৩-০ তে হোয়াইটওয়াশের লজ্জা পেল!!! এই প্রথম শ্রীলংকার ক্রিকেট ইতিহাসে অজিদেরকে হোয়াইটওয়াশ করলো। শেষ টেস্টের শেষ দিনে অজিরা ৩২৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে হেরাথের ঘূর্ণন যাদুতে ১৬০ রানে শেষ হয় অজিদের ইনিংস। হেরাথ একা নেন ৭ উইকেট!!! ক্যারিয়ার সেরা ফর্মে থাকা হেরাথ ম্যান অব দ্যা ম্যাচ ও সিরিজ নির্বাচিত হন। অস্ট্রেলিয়া ২য় ইনিংস: (লক্ষ্য ৩২৪) ৪৪.১ ওভারে ১৬০ (শন মার্শ ২৩, ওয়ার্নার ৬৮, স্মিথ ৮, ভোজেস ১, হেনরিকেস ৪, মিচেল মার্শ ৯, নেভিল ২, স্টার্ক ২৩, লায়ন ১২, হেইজেলউড ০, হল্যান্ড ০*; হেরাথ ৭/৬৪, দিলরুয়ান ২/৭১, ধনাঞ্জয়া ০/১৫)।
ফল: শ্রীলঙ্কা ১৬৩ রানে জয়ী
সিরিজ: শ্রীলঙ্কা ৩-০ ব্যবধানে জয়ী
ম্যান অব দা ম্যাচ ও সিরিজ: রঙ্গনা হেরাথ। উল্লৈখ্য যে- অজিরা এশিয়াতে সর্বশেষ দুই সিরিজে ভারতের কাছে ৪-০, পাকিস্তানের কাছে ২-০ তে হোয়াইটওয়াশ হয়।

Exit mobile version