Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী কে হবেন, যানতে চাইলেন কূটনীতিকরা

জগন্নাথপুর২৪ ডেস্ক::
জাতীয় ঐক্যফ্রন্ট ক্ষমতায় গেলে কে হবেন প্রধানমন্ত্রী- কূটনীতিকরা সরাসরি প্রশ্ন করলেন ড. কামাল হোসেনের কাছে। সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন এই প্রশ্নের জবাব দিলেন সোজা-সাপ্টা। বললেন, এর নির্দেশনা রয়েছে আমাদের সংবিধানেই। এটা সংসদীয় গণতান্ত্রিক পদ্ধতিতেই নির্ধারণ করা হবে। উল্লেখ্য, সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদে বলা আছে- ‘যে সংসদ-সদস্য সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন বলে রাষ্ট্রপতির নিকট প্রতীয়মান হবেন, রাষ্ট্রপতি তাকে প্রধানমন্ত্রী নিয়োগ করবেন।’ এর আগে বাংলাদেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি অবহিত করতে গতকাল কূটনীতিদের ব্রিফ করে জাতীয় ঐক্যফ্রন্ট। নির্ধারিত ব্রিফের পর ‘জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের কারণ, নেতৃত্ব, আগামী নির্বাচন, ২০ দলীয় জোটের শরিক জামায়াতসহ নানা প্রসঙ্গে’- ঐক্যফ্রন্ট নেতাদের বেশ কয়েকটি প্রশ্ন করেন কূটনীতিকরা। আটজন কূটনীতিক এসব প্রশ্ন করেন। ব্রিফ শেষে কোনো পক্ষই গণমাধ্যমের সামনে মুখ খোলেনি।
সুত্র মানব জমিন

Exit mobile version